September 18, 2024

বিনা অনুমতিতে একটি ডেটিং অ্যাপে সাংসদ নুসরাত জাহানের ছবি দেওয়ায় অভিযোগ দায়ের সাইবার ক্রাইম বিভাগে

0
Advertisements

HnExpress ২১শে সেপ্টেম্বর, ওয়েবডেক্স নিউজ ঃ বিনা অনুমতিতে একটি ডেটিং অ্যাপে সাংসদ নুসরাত জাহানের ছবি দেওয়ায় অভিযোগ দায়ের হলো সাইবার ক্রাইম বিভাগে। সম্প্রতি ‘লকডাউনে ঘরে বসে বানান নতুন বন্ধু’ জাতীয় এক ভিডিয়ো চ্যাট অ্যাপের সাইটে অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহানের ছবি ব্যবহার করা হয়। সাংসদের সম্পূর্ণ অজ্ঞাত অবস্থায় বিনা অনুমতিতে ফ্যান্সিইউ নামের এক ভিডিয়ো চ্যাট সংস্থা নুসরতের ছবি ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়াতে।

আর বিজ্ঞাপন এর সেই পোষ্টটি ভাইরাল হতেই তা সাংসদের গোচরে আসে। এরপরেই গতকাল সোমবার তিনি ট্যুইট করে এরকম ধৃষ্টতার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। তিনি কলকাতা পুলিশ ও কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মার অফিসিয়্যাল ট্যুইটারকে ট্যাগ করে লেখেন, ‘আমার থেকে কোনো রকম কোনো অনুমতি না নিয়ে এইভাবে একটা ডেটিং অ্যাপে আমার ছবি ব্যবহার করাটা কিছুতেই মেনে নেওয়া যায় না। কলকাতা পুলিশের সাইবার সেলকে বিষয়টি নিয়ে তদন্ত করে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রয়োজন হলে আমি এই বিষয়টি নিয়ে কড়া আইনিপদক্ষেপ নেব’। সাংসদের এই ট্যুইটটি নজরে আসতেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ থেকে জানানো হয় যে, এ বিষয় ইতিমধ্যেই তারা অভিযোগ নথিভুক্ত করেছে এবং শীঘ্রই সর্বস্তরে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সেই বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে যে, লাল রঙের পোশাক পরিহিত অভিনেত্রী নুসরত জাহানের একটি ছবি। তার পাশেই আরও একটি অপরিচিত মেয়ের ছবি রয়েছে। কিন্তু আইনগত ভাবে একটি ভিডিও চ্যাট অ্যাপের বিজ্ঞাপনে অনুমতি ছাড়া কীভাবে কেউ কোনও ব্যক্তির ছবি ব্যবহার করতে পারে?

এই নিয়ে নানা প্রশ্ন উঠছে বিনোদন থেকে শুরু করে রাজনৈতিক মহলেও। আর এটাকেই ইস্যু করে বিশাল শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের মধ্যে। এদিন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে এই মর্মে এফআইআর দায়ের করলেন সাংসদ নুসরাত জাহান। যেখানে লেখা হয়, সোশ্যাল মিডিয়াতে ভুয়ো বিজ্ঞাপনের জন্য কোনোরকম অনুমতি ছাড়াই আমার ছবি ব্যবহার করা হয়েছে ফ্যান্সিইউ ভিডিয়ো চ্যাট নামক একটি ডেটিং অ্যাপে।

Advertisements

Leave a Reply