মার্চের প্রথম সপ্তাহে আবার আসছে — ‘তেজস্বিনী’

0

HnExpress ২২শে ফেব্রুয়ারী, ওয়েবডেক্স নিউজ, কলকাতা ঃ পথে ঘাটে, ট্রামে বাসে অবাঞ্ছিত স্পর্শ বা অশালীন উৎপাতের কখনও কখনও শিকার হতে হয় মহিলাদের। আবার কখনও কখনও শারীরিক ভাবে হেনস্থা বা উত্যক্ত করার সুযোগ খোঁজে বিকৃতরুচির কেউ কেউ। আচমকা এমন কোন অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হলে মহিলারা যাতে প্রাথমিক আত্মরক্ষার খুঁটিনাটি সম্পর্কে অবহিত থাকতে পারেন, সে জন্যই কলকাতা পুলিশের উদ্যোগে মার্চের প্রথম সপ্তাহে আবার আসছে— ‘তেজস্বিনী’।

গত বছরের নভেম্বর মাসে আয়োজিত হয়েছিল দ্বিতীয় ‘তেজস্বিনী’। অভূতপূর্ব সাড়া পেয়েছিল সেই উদ্যোগ। সেই পথ ধরেই ‘তেজস্বিনী’ আয়োজিত হচ্ছে আবারও, এবং তা হবে কলকাতা পুলিশের ‘কমিউনিটি পুলিশ’ শাখার উদ্যোগে। মার্চ মাসের প্রথম সপ্তাহে, আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে।

পাঁচ দিনের কর্মশালা। ৪ মার্চ থেকে ৮ মার্চ। রোজ সকাল আটটা থেকে দশটা। পুলিশ অ্যাথলেটিক ক্লাবের (ইস্টবেঙ্গল মাঠের উল্টোদিকে) টেন্টে। বারো থেকে চল্লিশ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞ ট্রেনাররা। সম্পূর্ণ বিনামূল্যে।

আর ইচ্ছুক মহিলারা ক্লিক করুন কলকাতা এই পুলিশের ওয়েবসাইটে বা গুগলে টাইপ করে সার্চ করুন — www.kolkatapolice.gov.in, এইভাবে আবেদনকারীর নাম অনলাইনে নথিভুক্ত করতে পারবেন। অথবা রেজিস্ট্রেশন এর জন্য আবেদনকারীর নাম, অভিভাবকের নাম, ঠিকানা, বয়স, ফোন নম্বর ও ফটো হোয়াটসঅ্যাপ করুন ৯৭৪৮৪৩৮১৬৫ এই নম্বরে।

নাম নথিভুক্তের জন্য আবেদন প্রক্রিয়া শুরু আজ থেকেই। তবে এখানেই শেষ নয়। সুরক্ষার খাতিরে মহিলাদের আত্ম সুরক্ষার পাঠ দিতে ‘তেজস্বিনী’ আয়োজিত হতে থাকবে প্রতি তিন মাস অন্তর।

তথ্যসূত্র ও চিত্র ঃ কলকাতা পুলিশ।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply