Big Announcement : সন্তোষ ট্রফি জয়ী ফুটবলারদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
HnExpress নিজস্ব প্রতিবেদন, কলকাতা : সন্তোষ ট্রফি (Santosh Trophy) জয়ী বাংলা দলের সফল ফুটবলারদের চাকরি দেবেন বলে প্রতিশ্রুতি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন বৃহস্পতিবার নবান্নতে ফুটবলারদের সঙ্গে পরিচিত হন। ছিলেন কোচ সঞ্জয় সেন ও সাপোর্ট স্টাফরাও। মুখ্যমন্ত্রী (CM) ফুটবলারদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমাদের বাংলার গর্ব। অনেক দিন বাদে বাংলা জাতীয় ট্রফি পেলো। খুব ভাল বার্তা।
তিনি আরও বলেন যে, আমি চাই আগামীদিনে তোমরা যাতে আরও বড় জায়গায় পৌঁছাতে পারো। তোমাদের চাকরি এমন জায়গায় দেওয়া হবে, যাতে তোমরা কাজের পাশাপাশি খেলাও (Sports) চালিয়ে যেতে পারো। এদিন পঞ্চাশ লক্ষ টাকার আর্থিক পুরস্কারের (Financial rewards) কথাও ঘোষনা করেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৫ এর বছর শুরুতেই মোহনবাগান সুপার জায়ান্টস ৩-০ গোলে হায়দ্রাবাদ এফসিকে পরাজিত করে জয়ের মুকুট ছিনিয়ে নেয়।