September 9, 2024

কলকাতায় স্টোনম্যান আতঙ্কের পর এবার কালনায় চেনম্যান আতঙ্কে আটক মুল অভিযুক্ত

0
Advertisements

HnExpress রূপা বিশ্বাস ঃ দিনে একা থাকা মহিলাই ছিল তাঁর টার্গেট। গত কয়েক মাস ধরে কালনা এবং তার আশেপাশের এলাকায় চলছিল চেনম্যান আতঙ্ক। কালনা মেমোরি পূর্বস্থলীর এলাকায় একই কায়দায় চেন পেচিয়ে পরপর হামলা ও খুন করা হয় একাধিক মহিলাকে। প্রতিবারই তার টার্গেট ছিল মহিলা সহ নাবালিকা এবং শুধুই খুন নয়, খুনের পরে চলত মৃতার সাথে যৌন অত্যাচার।

সুত্রের খবর, কখনো মিটার দেখার নাম করে আবার কখনোবা পিয়ন সেজে বাড়িতে ঢুকে পড়তো আততায়ী। তারপর একা থাকার সুযোগ নিয়ে হামলা চালাত তাদের উপর। প্রথমে চেন দিয়ে বেঁধে, তারপর রড দিয়ে আঘাত করে মারত, তারপর মহিলাদের ধর্ষণ করে তার যৌনাঙ্গ ছিন্নভিন্ন করে দিতো এই চেনম্যান।

For further details or any queries, Plz contact Us.

গত চার মাসের মধ্যে এইরকম ১১ টি হামলা ঘটনা হয়েছে বলে অভিযোগ। ১১ টি হামলার মধ্যে ৫ জন মহিলাই নিহত হয়েছেন এবং বাকি ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কিন্তু কে এই চেনম্যান? যে একই কায়দায় হামলা চালাচ্ছিল একের পর এক মহিলাদের উপর। এই চেনম্যানকে ধরার উদ্দেশ্যে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে।

পুলিশ সুত্রের খবর, গত রবিবার লাল বাইক সহ লাল হেলমেট পরা এক সন্দেহভাজন যুবককে দেখে আটক করে সিভিক পুলিশ। আর দূর্ভাগ্য তার ব্যাগ থেকে পাওয়া যায় চেন সহ একটি লোহার রড। জেলা পুলিশের জিজ্ঞাসাবাদে অপরাধী তার নাম জানায় কামারুজ্জামান সরকার। তার বাড়ি মুর্শিদাবাদে। সে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে কালনার পূর্বস্থলীর সমুদ্রগড়ে থাকে।

If U like any type of Advertisements, Plz contact Us.

তাকে আরও জেরা করে জেলা পুলিশ। আর প্রাথমিক তদন্তে সে তার অপরাধ স্বীকারক করে। যখন তার কাছে জিজ্ঞেস করা হয় যে, সে মহিলাদেরকে কি ভাবে মারত? তার উত্তর স্বরুপ সে জানায়, কোথাও পিওন আবার কোথাও বিদ্যুত বিভাগের কর্মী বলে পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে পড়তো সে। তারপর সুযোগ বুঝে মহিলাদের গলায় চেন পেচিয়ে, তারপর মাথায় রড দিয়ে বারংবার আঘাত করত এক পৈচাশিক আনন্দে।

পুলিশ তার কাছে আরও জানতে চায়, কেন সে শুধু মহিলাদেরকেই ট্রাগেট করত মারার জন্য?
তার উত্তরে অভিযুক্ত বললেন, এ ব্যাপারে সে কিছুই জানে না, আর কেন এমনটা সে করত তারও কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি অভিযুক্ত। এই মর্মান্তিক ঘটনার সুত্র ধরে এদিন মনোবিদ্ বিদিতা ভট্টাচার্য বললেন, অভিযুক্ত কামারুজ্জামান এর কথায় যথেষ্ট অসংগতি রয়েছে।

তার কথার ভঙ্গিতেই বলা যেতে পারে হয়তো সে মানসিকভাবে অসুস্থ। তবে কেন এই চেনম্যান একের পর এক মহিলাকেই তার খুনের শিকার হিসেবে বেছে নিচ্ছেন সেই বিষয়ে খতিয়ে দেখছেন গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত তদন্তকারীরা।

Advertisements

Leave a Reply