নিউ বারাকপুরে কন্যাশ্রী দিবস উদযাপন

0

HnExpress অলোক আচার্য, নিউ বারাকপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ভাবনা-প্রসূত ও আন্তর্জাতিক স্তরে স্বীকৃতিপ্রাপ্ত’ কন্যাশ্রী’ -র ষষ্ঠ বর্ষ উদযাপন হল নিউবারাকপুরের কৃষ্টি প্রেক্ষাগৃহে। গত বুধবার, ১৪ই আগস্ট সকালে নিউবারাকপুর পৌরসভার উদ্যোগে স্হানীয় পাঁচটি বিদ্যালয়ের কন্যাশ্রীদের ও শিক্ষিকাদের সঙ্গে নিয়ে পুরসভার সামনে থেকে এক বিশাল বণার্ঢ্য পদযাত্রা বের হয়।

কৃষ্টি’র প্রেক্ষাগৃহে বিভিন্ন বিদ্যালয়ের প্রাপ্ত কন্যাশ্রীরা এদিন সংগীত, কৃত্যানুষ্ঠান ও আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করে তোলে। এদিন সকালে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে এই বিশাল পদযাত্রার শুভ সূচনা করেন নিউ বারাকপুর পৌরসভার পুরপ্রধান তৃপ্তি মজুমদার সহ সকল পুরপিতা ও বিদ্যালয়ের সকল কর্মীরা, শিক্ষিকাগণ এবং সকল পড়ুয়ারা।

এদিন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উপ পুরপ্রধান মিহির দে, পুর দলনেতা প্রবীর সাহা, পুরসভা পরিচালিত ডা:বি সি রায় জেনারেল হাসপাতাল ও মাতৃসদনের সুপার ডা: অলোক পাল, পুরসভার আধিকারিক কল্লোল বন্দোপাধ্যায় সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সহশিক্ষিকাগণ ও বিভিন্ন ওয়ার্ডের সকল কাউন্সিলরগন।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

সর্বপ্রথম প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনার সাথে অনুষ্ঠানের উদ্বোধন করেন নিউবারাকপুর পৌরসভার পৌরপ্রধান তৃপ্তি মজুমদার। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে পুরপ্রধান তাঁর মূল্যবান বক্তব্যে  বললেন যে, রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্ভাবনী প্রচেষ্টায়  আজ বহু ধরনের উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি সাফল্যের সঙ্গে অগ্রগতির লক্ষে এগিয়ে চলেছে আজকের এই আত্মবিশ্বাসী কন্যাশ্রী প্রকল্প। যা কিনা বিশ্ব দরবারে সম্মানিত হয়েছে।

উত্তরণের আলোয় আজ প্রায় ৬০ লক্ষ কন্যাশ্রী তৈরি হয়েছে। সেই কন্যাশ্রী আজ বিশ্বশ্রীতে পরিণত হয়েছে। যা আজ বাংলার কাছে গর্বের বিষয়। যা বিশ্বের সম্মান, দেশের সম্মান। নিউ বারাকপুরের কন্যাশ্রীদের একটি সুন্দর ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য সেইসব পড়ুয়াদের ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানায় মঞ্চে উপস্থিত প্রধান অতিথি নিউবারাকপুরের পৌরপ্রধান তৃপ্তি মজুমদার। পাশাপাশি তাদের অভিভাবক – অভিভাবিকাদেরকেও আন্তরিক অভিনন্দন জানান তিনি।

তিনি আরও বললেন যে, পুরসভা কৃতীদের পাশে সবসময় ছিল, রয়েছে আর থাকবে। কন্যাশ্রী দিবসের তাৎপর্যের পাশাপাশি সবুজায়নে দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতেও বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের সচেতনতার বার্তা দেওয়া হয় এই মঞ্চ থেকে। এদিনের এই সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক অম্লান দাশগুপ্ত।

চিত্র ঃ নিজস্ব। 

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply