November 7, 2024

চিলড্রেন্স কর্নারের উদ্যোগে আয়োজিত “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপন

0
Advertisements

HnExpress ২২শে ফেব্রুয়ারী, নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা ঃ ২১শে ফেব্রুয়ারি চিলড্রেন্স কর্ণারের উদ্যোগে আয়োজিত “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপন বিভিন্ন কারণে এবছর এক অন্য মাত্রা পেয়েছে। রফিক,জব্বারদের তাজা রক্ত যেন বাঙালিদের এক জাতি এক প্রাণ করেছে। ওপার বাংলা এপার বাংলার বিভেদ অনেকটা কমায় বাঙালি আজ গর্বিত জাতি। গর্ব হওয়ারই কথা।

বাংলা ভাষা বর্তমানে পৃথিবীর পঞ্চম বৃহত্তম জনগোষ্ঠীর মাতৃভাষা। অস্ট্রেলিয়ার মতো বহু উন্নত দেশেও বর্তমানে বাংলা ভাষা দ্বিতীয় ভাষার মর্যাদা পাচ্ছে। রাজ্যের বহুস্থানে গতকাল এই দিনটি পালিত হয়েছে ভিন্ন ভাবে সম্পূর্ণ মর্যাদা সহকারে। দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার অন্তর্গত সপ্তগ্রাম এলাকার স্বনামধন্য বিদ্যালয় চিলড্রেন্স কর্নার আজকাল এলাকায় ভিন্নমুখী কার্যকলাপের কারণে প্রায় সংবাদ মাধ্যমের নজরে আসছে। গতকাল সেরকমই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাদের সাড়া জাগানো উদ্যোগ এলাকাবাসীর নজর কেড়েছে।

১৯৮৫ সাল থেকে প্রায় ৯০% সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকায় সাংস্কৃতিক ও শিক্ষা জগতে এক নতুন দিক উন্মোচন করেছে এই ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠানটি। গতকাল সকাল দশটায় আন্তর্জাতিক খ্যাতিমান চিত্রশিল্পী সারফুদ্দিন আহমেদ, বিশিষ্ট সাংবাদিক জামিতুল ইসলাম, কবি ও সাহিত্যিক আবুল বাসার হালদার, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম, WBCS ট্রেনার মেহবুব আলম প্রমুখের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও শহীদবেদীতে মাল্যদান এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এরপর প্রায় ৫০০ শতাধিক ছাত্রছাত্রী, শিক্ষিক শিক্ষিকার মিলিত প্রভাত ফেরির অনুষ্ঠান ছিলো চোখ ধাঁধানো। ছাত্রছাত্রীদের হাতে ছিলো দারুন সব স্লোগান লেখা প্ল্যাকার্ড। কিছু ছাত্রছাত্রীর আবৃত্তি, কিছুজনের বক্তব্য প্রত্যক্ষদর্শীদের মনে দাগ ফেলে দেয়। বিশিষ্ট ইংরাজি শিক্ষক আলিম আল হাসান বলেন, “রক্ষণাত্মক মুসলিম অধ্যুষিত এলাকায় এমন অনুষ্ঠান সত্যি প্রশংসনীয়।

বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে থাকা প্রধান শিক্ষিকা রিতা ঘোষ ও সহকারী প্রধান শিক্ষিকা মাল্যশ্রী মন্ডল মহাশয় বিদ্যালয়ের ত্রৈমাসিক দেওয়াল পত্রিকার এবারের বিশেষ সংখ্যা প্রকাশ করেন। আজকের মহা শিবরাত্রির উপোস করা সত্ত্বেও শিক্ষিকাগনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অভিভূত করেছে আমাদের প্রতিষ্ঠানকে।

বহু এলাকাবাসীর আক্ষেপ,'বিদ্যালয়টি এলাকার সবথেকে পুরানো প্রতিষ্ঠান হলেও স্থানাভাবে নিজেরদের আরো সুন্দরভাবে মেলে ধরতে পারছেন না। এই সংস্থার 'ম্যানেজিং ট্রাস্টি সাবির হোসেন হালদার বলেন, "আজকের দিনে ছোটদের চেতনাবোধ, অন্যদের মধ্যেও প্রভাব ফেললে, বাঙালিকে বাঙালি গর্বে গর্বিত করতে পারলে এই ছোট্ট উদ্যোগই তার সার্থকতা খুঁজে পায়"। দুপুরের মধ্যেই অনুষ্ঠানটির সুন্দর ভাবে সমাপ্তি ঘোষণা হয়।

 

Advertisements

Leave a Reply