হোটেলের ঘরে লুকানো ক্যামেরা, আর সেই ঘরেই রেকর্ড হত নব দম্পতিদের ব্যাক্তিগত দৃশ্য
HnExpress জয় গুহ ঃ হোটেলের ঘরের মধ্যেই ছিল বসানো সিসিটিভি ক্যামেরা। সেই ক্যামেরা দিয়ে অনলাইনে আবাসিকদের ব্যক্তিগত জীবনের ছবি দেখাতেন হোটেল মালিক। আবাসিকদের এমন অভিযোগের ভিত্তিতেই তারাপীঠের একটি বেসরকারি হোটেলের ম্যানেজারকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ। খোঁজ শুরু হয়েছে হোটেল মালিকের।
হোটেলের সিসিটিভি ক্যামেরা নতুন কিছু নয়। কিন্তু সেসব থাকে করিডর, রেস্তরাঁ বা অন্য কোন জায়গায। হোটেলের ঘরে সিসিটিভি থাকে না কখনই। কারণ সেই জায়গাটি আবাসিকদের একান্তই ব্যক্তিগত। তবে তারাপীঠের এই হোটেল মালিক নাকি সেকথা মানতেন না।
For further details or any queries Plz contact Us
নিজের ব্যক্তিগত কৌতূহল বা লালসা মেটানোর জন্যই হোটেলের ঘরে তিনি বসিয়েছিলেন সিসিটিভি ক্যামেরা। আর এইকথা জানতেন হোটেলের ম্যানেজার-সহ অন্য কর্মীরাও। কিন্তু মালিকের বিরুদ্ধে মুখ খুলবে কার সাধ্য! তাই বছরের পর বছর এভাবেই চলছিল নোংরামো ব্যবসা।
সুত্রের খবর, তারাপীঠের দ্বারকা নদের তীরে একটি হোটেলের মালিক প্রলয় নায়েকের নিজস্ব একটি ঘর ছিল। সেই ঘর মালিকের পরিচিত সদ্য বিবাহিতদের কম পয়সায় ভাড়া দেওয়া হত। ঘরের বিভিন্ন কোণে বসানো ছিল সিসিটিভি ক্যামেরা। আর সেই ক্যামেরা দিয়েই অনলাইনের মাধ্যমে প্রলয় নায়েক দম্পতিদের ব্যক্তিগত জীবনের ছবি দেখতেন বলে উঠেছে অভিযোগ।
If U like publish any type of Advertisements, Plz contact Us.
বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক এক দম্পতি এই বিষয়টি লক্ষ্য করেন এবং তারপর অবিলম্বে এই মর্মে হোটেল মালিকের বিরুদ্ধে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার রামপুরহাট থানার পুলিশ সেই হোটেলে গিয়ে ম্যানেজার সমীর মণ্ডলকে আটক করে। এদিকে জেলা পুলিশ সুপার শ্যাম সিং সংবাদ মাধ্যমকে জানান, বেসরকারি ওই হোটেলের ম্যানেজার সমীর মণ্ডলকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে হোটেল মালিকের খোঁজ শুরু হয়েছে বলেও জানান তিনি।