ভারত-নেপাল সীমান্তে ব্রাউন সুগার বাজেয়াপ্ত, ধৃত ১
HnExpress ভাস্কর বাগচি, শিলিগুড়ি ঃ ভারত-নেপাল সীমান্ত থেকে ব্রাউন সুগার পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হলো। এসএসবি ৪১ ব্যাটালিয়ন এর মদনজোতই কয় ট্রুপ, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় এদিন। তার কাছ থেকে প্রায় ২০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে এসএসবির জওয়ানরা।
ধৃতের নাম রমেশ রানা ওরফে দিপেন। নেপালের ইলাম জেলায় গোলাখর্কা গ্রামের বাসিন্দা। জেরার মুখে ধৃত জানিয়েছে, ভারতের শিলিগুড়ি থেকে ওই ব্রাউন সুগার সংগ্রহ করে সে নেপালে নিয়ে যাচ্ছিল। এদিন তার কাছ থেকে ব্রাউন সুগার ছাড়াও ভারতীয় মুদ্রায় ১ হাজার ৩৫ টাকা এবং নেপালের মুদ্রা প্রায় ১০ হাজার টাকা উদ্ধার হয়েছে।
যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
সেই সঙ্গে একটি বাজাজ পালসার মোটরসাইকেলও বাজেয়াপ্ত করেছে প্রশাসন। সমস্তই নকশালবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে বলে সেনা এর তরফ থেকে জানানো হয়েছে।