September 8, 2024

ঘূর্ণাবর্তের জেরে একটানা বৃষ্টিতে জলমগ্ন ব্রিজ, ব্যাহত হচ্ছে যান চলাচল

0
Advertisements

জানা যাচ্ছে, গতকাল থেকে তুমুল বৃষ্টির জন্য পুর্ব বর্ধমানের একটি নদীর ব্রিজ পুরো জলমগ্ন হয়ে যায়। এরপর বৃষ্টি না থামায় ধীরে ধীরে সেটি প্রায় ডুবতে শুরু করে। আজ সকাল নাগাদ মাটি থেকে কয়েক ফুট উচ্চতায় থাকা ১২০ ফিটের ব্রিজটি পুরোপুরি ডুবে যায়। ফলে ব্রিজের দুইপারের মানুষগুলোর পারাপার নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

HnExpress নিজস্ব প্রতিনিধি, কাটোয়া : ঘূর্ণাবর্তের জেরে একটানা বৃষ্টিতে জলমগ্ন ব্রিজ (Bridge), ব্যহত হচ্ছে যান চলাচল। বস্তুত বৃহস্পতিবার থেকে ঘূর্ণাবর্তের (cyclone) জেরে একটানা বৃষ্টি হচ্ছে। শুক্রবারও সেই একই অবস্থা। সকাল থেকেই কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে। যার জেরে জলার তলায় চলে গিয়েছে ব্রিজ। ব্যাঘাত হচ্ছে পরিবহন চলাচলে। পাশাপাশি চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা (Daily Passenger)। ঘটনাটি ঘটছে পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের কাটোয়া করুই রোড এলাকায়।

সেখানে গাফুলিয়া (Gafuliya) ফরে নদীর উপরে থাকা ব্রিজ চলে গিয়েছে জলের নিচে। জানা যাচ্ছে, গতকাল থেকে তুমুল বৃষ্টির জন্য এই নদীর ব্রিজ প্রথম থেকেই জলমগ্ন হয়েছিল। এরপর বৃষ্টি না থামায় ধীরে ধীরে জলমগ্ন হয়ে ডুবতে শুরু করে। আজ সকাল নাগাদ মাটি থেকে কয়েক ফুট উচ্চতায় থাকা ১২০ ফিটের ব্রিজ পুরোপুরি ডুবে যায়। ফলে ব্রিজের দুইপারের মানুষগুলোর পারাপার নিয়ে দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয় এক এলাকাবাসী বলেন, “বাচ্চাদের দিয়ে যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে। জলের স্রোত দেখে ভয় লাগছে (afraid) যেতে। বোনের বাড়ি গিয়েছিলাম। আটকে পড়েছি এখন।” আরও এক স্থানীয় বাসিন্দা বলেন, “ভ্যানে করে যাতায়াত করছি। ব্রিজ তো ডুবে গিয়েছে। হেঁটে যেতে হলে ভয় লাগছে মারাত্মক।”

Advertisements

Leave a Reply