January 23, 2025

পুকুরে বস্তাবন্দি দেহাংশ উদ্ধার, আতংকিত বারাসাতবাসী

0
Advertisements

HnExpress ইন্দ্রানী সেনগুপ্ত, বারাসাত ঃ উত্তর ২৪ পরগনার বারাসাতের (Barasat) বসতিপূর্ণ এলাকার পুকুরে ভাসছে একাধিক দুর্গন্ধময় বস্তা। কি আছে সেই বস্তায় দেখতে গিয়েই বেরিয়ে এল একাধিক মানুষের দেহাংশ। যার জেরে চাঞ্চল্য ছড়ায় বারাসাত পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড জুড়ে। এদিন হৃদয়পুরের এক নম্বর বেঙ্গল কেমিক্যাল সংলগ্ন একটি পুকুরে অনেকগুলি বস্তা পাওয়া যায় বলে সুত্রের খবর। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ৩-৪ দিন ধরেই নাকি পুকুরে ভাসছে বেশ কয়েকটি মুখ বন্ধ বস্তা।

আর সেই বস্তা থেকেই বিদঘুটে দুর্গন্ধ ছড়াচ্ছিল চারদিকে। সন্দেহবশত খবর দেওয়া হয় বারাসাত থানায় (Barasat Police Station)। গতকাল রাতে পুলিস এসে বস্তা তুলে পরিক্ষা করে দেখে মানব দেহের বিভিন্ন কাটা অংশ বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়েছে। বস্তাগুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিস।

রবিবার সকালে ফের পুলিস আসে এবং উদ্ধার করা হয় আরও ৩টি বস্তা। মনে করা হচ্ছে ওইসব বস্তার মধ্যেও রয়েছে মানব দেহের নানান অংশ। ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিস প্রশাসন। স্থানীয় মানুষের বক্তব্য, এই এলাকায় কোনও সিসিটিভি (CCTV) ক্যামেরা নেই। কিন্তু বেঙ্গল কেমিক্যালসের এই রাস্তাটা অনেকেই ব্যবহার করে।

গাড়িও যাতায়াত করে। এরকম একটি জনবহুল এলাকায় এরকম ঘটনা কি ভাবে ঘটে গেল তাঁরা ভাবতে পারছে না। এলাকার কেউ নিখোঁজ বলেও জানা যায়নি এখনও। পাড়ার এক ব্যক্তির দাবি, পুকুরে অনেক সময়ে মাছের খাবার বস্তায় ভরে দেওয়া হয়। কিন্তু পুকুরে যেসব বস্তা ভাসছিল তা থেকে বিকট গন্ধ আসছিল। তাই সন্দেহ হতেই পুলিসে খবর দেওয়া হয়।

Advertisements

Leave a Reply