October 11, 2024

আগামী বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জয় লাভ করে বিজেপিই সরকার গড়বে, মন্তব্য শমীকের

0
Advertisements

HnExpress ৩০শে নভেম্বর, সুমন্ত দাস, শেওড়াফুলি ঃ সম্প্রতি হুগলী জেলার শেওড়াফুলীতে বিজয়া সন্মেলনে এসে আগামী বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জয় লাভ করে বিজেপিই যে ক্ষমতায় আসছে তা স্পষ্ঠ করে জানিয়ে দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য্য। এদিন তিনি বললেন, মানুষ তৃণমূলকে আর রাজ‍্যে দেখতে চায় না। তাই তাঁরা বিজেপিকেই দুই তৃতীয়াংশ আসনে জিতিয়ে বাংলায় ক্ষমতায় আনতে চায়।

এদিন শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে শমীক ভট্টাচার্য বলেন যে, তাঁর পদত্যাগ এর বিষয় বা কারণ নিয়ে তাঁর দল বুঝবে সেটা নিয়ে বিজেপি মাথা ঘামাবে না। তবে শুভেন্দু অধিকারীর মত বহু নেতা-নেত্রীরা যদি তাঁদের দলে আসে তো দল সুসংগঠিত হবে বলেও জানান তিনি।

এদিনের বিজয়ী সম্মেলনের সভায় শমীক ভট্টাচার্য্য ছাড়াও উপস্থিত ছিলেন রাজ‍্য কমিটির সদস্য দেবজিত সরকার, প্রনয় রায়, কৃষ্ণা ভট্টাচার্য্য প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানে দলের প্রচারের পাশাপাশি বিজেপি নেতৃত্বরা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখ করেন।

Advertisements

Leave a Reply