‘বিজেপির কোনও মুখই নেই, তৃণমূলের মুখ নিয়ে কাজ চলছে’ ঃ জ্যোতিপ্রিয় মল্লিক

0

HnExpress অরূপ অধিকারী, হাবড়া ঃ “বিজেপির কোনও মুখই নেই। তৃণমূলের মুখ নিয়েই ওই দলটা চলছে।” রবিবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় সাংবাদিক বৈঠকে একথা বললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন তিনি বললেন, “বিজেপিতে একটাই মুখ আছে। সেটা গালাগাল করার মুখ। বাকি যে মুখগুলো সব তৃণমূল থেকে নেওয়া। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সব মুখই হলো তৃণমূল থেকে নেওয়া।

এদিন উত্তর ২৪ পরগনার হাবড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে তিনি ফুড করপোরেশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগও তোলেন। তিনি বলেন, ‘চাল কেনা থেকে বণ্টন সব কিছুতেই এফসিআই দুর্নীতি করেছে। আমি তার তদন্তের দাবি জানাচ্ছি।’

এছাড়াও এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বর্ধমানের কর্মসূচিকে রীতিমতো কটাক্ষ করেন জ্যোতিপ্রিয় মল্লিক। কৃষকদের বাড়ি থেকে একমুঠো চাল নেওয়াটাকে তিনি দিল্লির সমস্ত আন্দোলনরত কৃষকদের লোক দেখানোর জন্য কাজ বলে মন্তব্যও করেন।

অন্যদিকে, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সম্পর্কে এদিন তিনি বলেন, ‘সৌমিত্র সিপিএম, কংগ্রেস, তৃণমূল ও বিজেপি–চারটি দলই করেছেন। আর কোনও দলই বাকি নেই তাঁর। আমাকে হারাতে রাজ্যের নয়, বিজেপি পারলে দিল্লির নেতাদের নিয়ে আসুক। তবুও এরা আমাকে হারাতে পারবে না।’

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply