ফ্লেক্স ও ফেষ্টুন ছেড়ার জেরে প্রায় ১ ঘন্টা ধরে রাস্তা আবরোধ করে রাখে বিজেপি

0

HnExpress অরূপ অধিকারী, গোবরডাঙ্গা ঃ গত শনিবার অমিত শাহের সভার জন্য বিজেপির ও মতুয়াদের তরফ থেকে উত্তর ২৪ পরগণা জেলার অন্তর্গত মছলন্দপুরে একাধিক জায়গায় ফ্লেক্স ও ফেষ্টুন লাগানো হয়। সুত্রের খবর, এক যুবক একটি চার চাকা গাড়ী করে এসে রাত ১টা নাগাদ সেই সব ফ্লেক্স ও ফেষ্টুন ছিড়তে থাকে। একটি স্থানীয় ক্লাবের সিসি টিভির ফুটেজে সেই ছবি ধরাও পড়ে। এরপরেই রবিবার সকালে এলাকায় তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এই ঘটনার ভিত্তিতে বিজেপি কর্মীরা লিখিত অভিযোগ করে এবং সিসি টিভির ফুটেজ তুলে পুলিশের হাতে তুলে দেয়। ৮-৯ ঘন্টা পার হয়ে গেলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে তাঁরা রবিবার বিকাল ৫:৩০ মিনিট নাগাদ রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়। বিজেপির অভিযোগের তীর ছিল তৃনমূলের দিকেই। এই অবরোধের কারণে অনেক অফিস যাত্রীর নাজেহাল অবস্থা হয় এবং অনেক পিকনিকের গাড়ী আটকে পরে দীর্ঘ সময় ধরে, সমস্যায় পড়েন বহু নিত্য যাত্রী।

এদিন উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত নকপুল ফার্মগেটের থেকে নকপুল মোড় পর্যন্ত একধিক ফ্লেক্স ও ফেষ্টুন ছেড়ার অভিযোগ ওঠে তৃনমূলের বিরূদ্ধে। গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করা হয় এই মর্মে। ৮ ঘন্টা পার হয়ে গেলেও পুলিশ কোন কাজ করেনি বলে অভিযোগ। সেই কারনে মছলন্দপুর নকপুল মোড়ে হাবরা ১ উত্তর গ্রামীন মন্ডলের সভাপতির নেতৃত্বে প্রায় ১ ঘন্টা পথ আবরোধ করে বিজেপি।

শেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ দোষীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে এক বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান মন্ডল সভাপতি সত্যজিৎ মল্লিক। মন্ডল সভাপতি আরও বলেন, তৃনমূল গণতন্ত্রে জিততে পারছে না বলে এই রকম সব নোংরা কাজ করছে। আমাদের দমিয়ে রাখার জন্য এই সব নোংরা খেলা খেলছে তৃনমূল। বিজেপির অভিযোগের তীর সরাসরি তৃনমূলের দিকে।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply