জেলার বাইক প্রেমীদের উদ্যোগে স্বাড়ম্বরে পালিত হলো বিশ্ব বাইক আরোহণ দিবস
HnExpress রূপা বিশ্বাস, কৃষ্ণনগর ঃ মুলতঃ ২১শে জুন বাইক প্রেমীদের কাছে “বিশ্ব বাইক আরোহণ দিবস” হিসেবে পরিচিত। আর সেই দিনটিকে স্মরণীয় করার উপলক্ষেই সমস্ত বাইক আরোহণ প্রেমীদের উদ্যোগে, তবে দুদিন দেরিতে হলেও অর্থাৎ গত ২৩শে জুন নদীয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগর এর কারবালার মাঠে উদযাপন করা হল “বিশ্ব বাইক আরোহন দিবস”।
আর এই দিনটি মূলত সমস্ত বাইক আরোহণকারী প্রেমীদের কাছে তাদের দ্বিতীয় জন্মদিন বলেই চিহ্নিত। গত ২৩শে জুন রবিবার জেলার প্রশাসনিক সমস্ত নিয়মকানুন মেনেই বাইকের চিত্র আঁকা এক সুবিশাল কেক কেটে বেশ আড়ম্বরপূর্ণ ভাবেই দিনটি পালন করা তারা। আর এর সাথে সাথেই কয়েকজন মিলে ধীর ও শ্লথ গতিতে বাইক চালিয়ে নিয়ে যাওয়ার প্রতিযোগিতা সহ সমস্ত বাইক আরোহীদের নিয়ে বিভিন্ন রকম দুষ্টু মিষ্টি প্রতিযোগিতাও উপস্থাপনা করা হয় এদিন।
যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
এই অনুষ্ঠানটির সফলতার স্বার্থে হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে সহযোগিতা করেন “মোটো কমিউনিটি” নামক বাইক প্রেমীদের একটি সোশ্যাল মিডিয়া গ্রুপ। আর সকল বাইকার্স গ্রুপের মধ্যমণি হল এই “মোটো কমিউনিটি গ্রুপ”। এদিন এই অনুষ্ঠান পালনের ও এই ধরনের একটি গ্রুপ বা সংগঠন তৈরির মূল উদ্দেশ্য সম্পর্কে “Being Bikers” গ্রুপ এর এডমিন অভিজিৎ মালাকার জানালেন যে, আমাদের মূল উদ্দেশ্যই হল জেলা তথা রাজ্যের সমস্ত বাইক আরোহী প্রেমীদের এক ছাতার তলায় রেখে আগামী দিনের স্বপ্ন সফলের পথে এগিয়ে নিয়ে যাওয়া। সেই সাথে রাজ্য ও নদীয়া জেলার বাইক আরোহীদের মধ্যে একতার সম্পর্ক তৈরি করা।
এবং সর্বোপরি সবাইকে একটা নির্দিষ্ট ছাতার তলায় অর্থাৎ “মোটো কমিউনিটি” সোশ্যাল গ্রুপের আওতায় নিয়ে আসা। এছাড়াও আমরা চাই পশ্চিমবঙ্গের সমস্ত বাইক আরোহণকারী প্রেমীদেরকেও আমাদের এই কমিউনিটির সাথে যুক্ত করে আরও বহু দূর-দূরান্তে বাইক ট্যুর করা, এবং আরও নিত্যনতুন চিন্তাভাবনা নিয়ে এগিয়ে অনেক দূরের পথ পেড়িয়ে যাওয়ার। কিন্তু সেটা কখনোই কোনো বাইক রেসিং প্রতিযোগিতার মাধ্যমে নয়, সেটা শুধুমাত্রই যৌথ ভাবে লং রুট ডিশটেনসের বাইক সফরের মাধ্যমে। এতসবের পাশাপাশি আমার ব্যাক্তিগত ইচ্ছা আছে বাইকে ওয়ার্ল্ড ট্যুর না সম্ভব হলেও ভারত ভ্রমণটা আমি বাইকেই করবো। অবশেষে একটাই কথা বলব, — “আমরা অদ্ভুত, আমরা চঞ্চল”।