ভারতীয় জনতা পার্টি কার্যালয় শুভ উদ্বোধন পদ্মের হাট গ্ৰামে
HnExpress মোমিন আলি লস্কর, জয়নগর : জয়নগর থানার অন্তর্গত জয়নগর এক নম্বর ব্লকের দক্ষিণ বারাসত (South Barasat) অঞ্চলের পদ্মের হাট গ্ৰামের হসপিটাল মোড়ে আমির আলি মন্ডলের সহযোগিতায় জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাঃ অশোক কান্ডারী সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিবর্গগনের উপস্থিতে ভারতীয় জনতা পার্টির (BJP) কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ডাঃ অশোক কান্ডারীর হাত ধরে কয়েকশত সিপিআইএম পার্টি, এসইউসিআই পার্টি, তৃনমুল কংগ্রেস পার্টি সহ একাধিক বিশিষ্ট গুরুত্বপূর্ণ কর্মীরা অংশ গ্ৰহন করেন।উদ্বোধনে এসে সাংবাদিকদের প্রশ্ন ছিল, হঠাৎ আপনি সিপিআইএম পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলেন এবং একটি ভারতীয় জনতা পার্টি অফিস শুভ উদ্বোধনী সূচনা করলেন কেন?
এর উত্তরে তিনি বলেন ভারতীয় জনতা পার্টি (BJP) হল ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ পার্টি। জয়নগর লোক সভা কেন্দ্রের প্রার্থী ডাঃ অশোক কান্ডারী সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন আজ আমি খুব আনন্দিত হলাম। আমির আলি মন্ডলকে দক্ষিণ বারাসত অঞ্চলের পদ্মের হাট গ্ৰামের ভারতীয় জনতা পার্টির (BJP) কার্যালয় খোলার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমি পদ্মের হাট গ্ৰামে বিশিষ্ট বুদ্ধিজীবী আমির আলি মন্ডলকে কাছে পেয়েছি, তাই আমি আশা রাখি জয়নগর লোকসভার কেন্দ্র থেকে জয়ী হয়ে অবশ্যই দিল্লীতে যাব। পদ্মের হাট হসপিটাল মোড়ে পার্টি অফিসের শুভ উদ্বোধন নিয়ে দক্ষিণ বারাসত অঞ্চলের তৃনমুল কংগ্রেসের যুব সভাপতি সামিম আহমেদ ঢালী সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন, মমতা ব্যানার্জি ৬৭টি প্রকল্প দিয়ে পশ্চিমবঙ্গে উন্নয়ন করেছেন।
তিনি আরো দাবি করেন, জয়নগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডলকে সাধারণ মানুষ দুই হাত দিয়ে আশির্বাদ করবেন। আমি বলছি, আমরা ডাঃ অশোক কান্ডারীকে প্রায় তিন লক্ষ অধিক ভোটে হারাবো এবং প্রতিমা মন্ডলকে আমরা এমপি হিসাবে দিল্লীতে পাঠিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী ও মজবুত করে তুলবো।