বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা ঃ ট্রাস্টের অর্থে ব্যক্তিস্বার্থ চরিতার্থ

0

HnExpress নিজস্ব সংবাদদাতা, কলকাতা ঃ প্রাচুর্যতা যখন নিয়ে আসে নৈতিক দীনতা তখন অনিয়মকে নিয়ম হিসাবে প্রতিষ্ঠিত করতে কিছু অর্থপিপাসু মানুষ তার মানবিক গুণাগুণ গুলিকে হত্যা করে দানবিক ইচ্ছাশক্তির প্রকাশ ঘটিয়ে ফেলে অবলীলায়। আর এই দুর্নীতি আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে প্রবেশ করেছে যে “ঠগ বাছতে গাঁ উজাড়” হয় প্রায় সব ক্ষেত্রেই। অর্থাৎ ট্রাস্টের অর্থে ব্যক্তিস্বার্থ চরিতার্থ হয়।

খ্রিষ্টান ধর্মালম্বীদের দান ও সেবামূলক কর্ম চিরকালই সর্বজনবিদিত। ঈশ্বরের সৃষ্টির সেবায় নিজেকে নিয়োজিত করে ঈশ্বরকে পাওয়ার চেষ্টাকে বাস্তবে রূপ দিয়ে তাকে প্রমান করেছেন মাদার টেরেসার মতো প্রকৃত আদর্শবাদী মহান মানুষ। শ্রদ্ধায় মাথা নত হয় যায় যার সম্মুখে।

অন্যকে, প্রেমচাঁদ সিংহ, রচনা সিংহ নামক CNI এর পদাধিকারী ব্যক্তিগণ এর দুর্নীতি যখন উন্মোচিত হয়, তখন বোঝা যায় লোভ মানুষের দানবিক শক্তির কতো বড়ো বন্ধু। মানুষ ভরসা করে নিউ দিল্লির পন্ডিত প্যান্ট মার্গের এক সামাজিক উন্নয়নমূলক সংস্থা CNI কে দান করে থাকেন। যদিও সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য প্রশংসনীয়।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ঃ ৮২৪০৯০২৪৪৫।

কিন্তু দুর্ভাগ্যবশত, এই সংস্থারই মডারেটর মাননীয়(!!) প্রেমচাঁদ সিংহ এর কাণ্ডজ্ঞানহীন কার্যকলাপে অবাক না হয়ে পারা যায় না। সংস্থার কাজে অনুপ্রাণিত হয়ে মানুষের দান করা টাকা থেকে আত্মস্বার্থচরিতার্থ করতে লক্ষাধিক টাকার বেশি অর্থে বিডি আগারওয়াল জুয়েলারি থেকে গহনা কিনেছেন।

শুধু তাই নয়, এরপরেও অনৈতিক ও অবৈধ ভাবে ভাড়ার রসিদ দেখিয়ে (cheque No. 243768, 243820, 243818, 243819) নয় লক্ষ টাকার ও বেশি টাকা আত্মসাৎ করেছেন বলে যথেষ্ট প্রামাণ্য অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

অপরদিকে প্রেমচাঁদ সিংহ এর ছত্রছায়ায় রচনা সিংহ নামে আরেক মহিলা মডারেটরও এই দুর্নীতিতে কোনো অংশে পিছিয়ে নেই। বিস্বস্ত সুত্রের খবর, সেন্ট উরসূলা’স গার্লস হাই স্কুলের মিড ডে মিল থেকে তিনি দুর্নীতি করেছেন প্রায় 20 লক্ষ টাকারও বেশি। অপরাধীরা শাস্তি পায়ে ঠিকই, কিন্তু এইসব জঘন্য অপরাধীর পাপের বোঝা যখন অন্যের উপর পড়ে তখন সেটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক হয়।

সুত্র অনুযায়ী, মহারাষ্ট্র সরকার এই দুর্নীতির কারণে জুলাই মাস থেকে উল্লেখিত বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকার বেতন বন্ধ করেছেন। যদিও CNI ও MRBE নামক সংস্থা দুটির বাকি সদস্যগণ ও সেই সাথে সংস্থার শুভাকাঙ্খীগণ সমস্যার দ্রুত সমাধান ও অপরাধীদের বিরুদ্ধে যথাপোযুক্ত ব্যবস্থা নিতে বদ্ধপরিকর এবং রীতিমতো দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন বলে সূত্র থেকে খবর পাওয়া গেছে।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply