সাত দফার ভোটের আগেই চিরাচরিত নিয়মে উত্তপ্ত ভাঙড়, বোমায় আহত শিশু সহ দশ
HnExpress মোমিন আলী লস্কর, ভাঙড় : রাত পোহালেই সপ্তম দফা ভোট। তার আগেই উত্তপ্ত ভাঙড় (Bhangarh)। যেন এলাকায় ত্রাস বিরাজ করছে। তৃনমূলের সাথে আইএসএফ এর সংঘর্ষের জেরে চলল তুমুল বোমাবাজি (Bomb Blasting)। জখম এক শিশু ও মহিলা সহ ১০ জন। ভাঙড়ে ভোটের আগে আবারও তার সেই পুরাতন ‘চরিত্র’ বজায় রাখল।
বৃহস্পতিবার রাত থেকেই উতপ্ত হয়ে উঠল ভাঙড়ের ভোগালি। তৃণমূলের অভিযোগ, পূর্বপরিকল্পিত ভাবেই রাতে তাদের কর্মীদের লক্ষ্য করে অতর্কিতে বোমা মেরেছে আইএসএফ (ISF)। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা বোমাবাজির অভিযোগ তুলেছে আইএসএফ।
গুরুতর আহত অবস্থায় চারজনকে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের মধ্যে পঞ্চয়েত সদস্য আব্দুল রফিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁকে পিজি (PG) হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে সূত্রের খবর। রাতেই আহতদের দেখতে হাসপাতালে যান সায়নী ঘোষ, অরূপ বিশ্বাস। সাথে ছিলেন শওকত মোল্লাও।
অন্যদিকে, ভাঙড়ে বিজেপির (BJP) সভা বানচাল হয়ে গেলো। অভিযোগের তীর প্রশাসনের দিকে। জেলা প্রশাসকের থেকে অনুমতি পেলেও পুলিশের পক্ষ থেকে অনুমতি না মেলায় সভা করতে পারলো না বিজেপি। সভা না করতে পাড়ায় ভাঙড়ের ঘুর্ণিমাঘী এলাকায় সাংবাদিক বৈঠক করবেন বলে জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikary)।