প্রতারণার অভিযোগে গ্রেফতার বাংলাদেশের গায়ক নোবেল
HnExpress নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ : এবার প্রতারণার দায়ে অভিযোগের ভিত্তিতে বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরের গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করলো বিশিষ্ট গায়ক মাঈনুল আহসান নোবেলকে।
অনুষ্ঠানে না গিয়েও এক লাখ বাহাত্তর হাজার টাকা নেওয়ার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে নিশ্চিত করেছেন।
ডিবির ওই কর্মকর্তা বলেন যে, এদিন বাংলাদেশের সঙ্গীতশিল্পী নোবলকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয় উঠে এসেছে, আর সেই বিষয় নিয়েইমেইল তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।