January 23, 2025

অবশেষে জামিন পেলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ প্রায় টানা আড়াই বছর জেলে কাটানোর পর জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতাকে রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি মায়ের মৃত্যুর পর প্যারোলে ছিলেন অর্পিতা। তার মধ্যেই ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অর্পিতাকে জামিন দিল ইডির বিশেষ আদালত। 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের পর জামিনে মুক্তি পেলেন অর্পিতা। আপাতত অন্য কোনও মামলায় অভিযুক্ত নন তিনি, তাই জেলমুক্তির সম্ভাবনা জোরাল হচ্ছে। যদিও আদালতের কড়া নির্দেশ, অর্পিতাকে পাসপোর্ট জমা রাখতে হবে থানায়। কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকা এখনই ছাড়তে পারবেন না তিনি।

২০২২ সালের ২২শে জুলাই, প্রথমে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে নগদ টাকার পাহাড় খুঁজে পায় ইডি। সেই ছবি ছিল চমকে দেওয়ার মতো। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে। প্রকাশ্যে আসে, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা। এই গ্রেফতারির কয়েকদিন পর বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকেও মিলেছিল কোটি কোটি নগদ টাকা। সব মিলিয়ে প্রায় ৫২ কোটি টাকা নগদ ও ৩ কোটি টাকার গয়না উদ্ধার করে ইডি।

Advertisements

Leave a Reply