Bangladesh : বাংলাদেশে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হল সশস্ত জঙ্গি জিহাদী দল
HnExpress ওয়েবডেক্স নিউজ, বাংলাদেশ : আশঙ্কাই সত্যি হলো। ভারতকে বিপদে ফেলতে যশোর (Jessore) জেলার রামনগর রাজারহাটে আত্মপ্রকাশ করলো যশোর জামিয়া ইসলামিয়া মুজাহিদীন ফিদাইন গোষ্ঠীর সশস্ত্র দল। যেমন করে সিরিয়া ইরাক, আফগানিস্তান, প্যালেস্টাইন, লেবানন, ইয়েমেন, পাকিস্তানে ISIS হিসাবুল্লাহ হামাস লস্কর-ই-তইবা, জামাত-ই -ইসলামিয়া সংগঠন আছে।
তেমনি মুসলিম রেভেলিউশন এর মতন কুখ্যাত বিখ্যাত জঙ্গিরা যেভাবে প্যারালাল মুসলিম রাষ্ট্রের জেহাদি অর্গানাইজেশন তৈরি হয়েছে ঠিক সেভাবেই বাংলাদেশে (Bangladesh) তৈরি হলো জেহাদি ফিদাইন গোষ্ঠীর। ভারতীয় উপমহাদেশের জিও পলিটিক্যাল অস্থিরতা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আগামী কয়েক বছরের জন্য সৃষ্টি হলো।
স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের আর্মির পাশাপাশি এই ফিদাইন জেহাদি গোষ্ঠীর আত্মপ্রকাশ কতটা বিপদজনক সংকটময় পরিস্থিতি তৈরি করবে তা আগামী সময়ই বলবে। এই দলের আত্মপ্রকাশ মিডিল ইস্টের (Middle East) পাশাপাশি ভারত উপমহাদেশকেও অস্থির করে তুলবে।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবি, ভিডিও’র আত্মপ্রকাশের সত্যতা যাচাই করেনি HnExpress ডিজিটাল মিডিয়া চ্যানেল। এর ভিডিও এবং ছবি বাংলাদেশের বজ্র কন্ঠ ফেসবুক পেজ থেকে তুলে দেওয়া হওয়া হলো।