অ্যান্টি-এফআইসিএন টিম কলকাতার বুক থেকে উদ্ধার করল প্রায় ২ কোটি টাকার নিষিদ্ধ মাদক, গ্রেপ্তার মাদক পাচারকারীও

0

HnExpress ১৪ই জানুয়ারী, ওয়েবডেক্স নিউজ, কলকাতা ঃ বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকের হাতবদল হবে কলকাতার বুক থেকে – এমনটাই খবর এসেছিল গোপন সোর্স মারফত। সেইমতো ১২ই জানুয়ারি দুপুরে দক্ষিণ কলকাতার পঞ্চসায়র রোডে পৌঁছে গিয়েছিল স্পেশাল টাস্ক ফোর্সের অ্যান্টি-এফআইসিএন (Anti-Fake Indian Currency Note) টিম। মাদক পাচারকারীর যাতে সামান্য সন্দেহও না হয়, তাই টিমের সবাই ছিলেন সাদা পোশাকে।সামান্য অপেক্ষা। বেলা ৩.৩৫ নাগাদ ঘটনাস্থলে প্রবেশ করে একজন। সঙ্গে ব্যাগ। সোর্স শনাক্ত করতেই তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেন অ্যান্টি-এফআইসিএন টিমের অফিসারেরা। জাল কেটে পালাবার সুযোগই পায়নি পাখি।তল্লাশিতে এই লোকটির জিম্মা থেকে উদ্ধার হয় প্রায় ১২.১২৭ কেজি ওজনের অ্যাম্ফেটামাইন গোত্রের মাদক। বাজারচলতি নাম ‘ইয়াবা’। প্রায় ১,১০,০০০টি ট্যাবলেট। গুণমানের বিচারে চোরাই বাজারে যার দাম উঠতে পারে প্রায় ১.১০-২.২০ কোটি টাকা অবধি।আবু তাহের, মুর্শিদাবাদ জেলার সুতির বাসিন্দা। মাদক পাচারের দুনিয়ায় বেশ ‘বিখ্যাত’-ই বলা চলে। এখন কলকাতাতেও শুরু করেছিল সেই নিষিদ্ধ মাদকের কারবার। কিন্তু শেষরক্ষা হল না।তথ্যসূত্র ও চিত্র ঃ কলকাতা পুলিশ সুত্রে।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply