September 8, 2024

ফের ভয়াবহ রেল দুর্ঘটনা, এক লহমায় দু’খন্ড হয়ে গেলো ক্রান্তি এক্সপ্রেস

0
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ, বিহার : ফের রেল দূর্ঘটনা। অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা। এবার ঘটনাস্থল বিহারের পাটনা (Bihar Patha)। সোমবার বিহারের সমস্তিপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। তীব্র ঝাঁকুনি দিয়ে এক লহমায় দু’খণ্ড হয়ে যায় ক্রান্তি এক্সপ্রেস। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি এখনো। এদিন দারভাঙ্গা থেকে নয়া দিল্লিগামী সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসের (Kranti Express) কাপলিং খুলে যায় বিহারের সমস্তিপুরের কাছে।

সমস্তিপুর-মুজাফফরপুর রেলওয়ে সেকশনের কার্পুরি গ্রাম রেলওয়ে স্টেশনের মাঝে ইঞ্জিন থেকে বগিগুলি আলাদা হয়ে, দুই ভাগে বিভক্ত হয়ে যায় ট্রেনটি। বগি আলাদা হয়ে যেতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ট্রেন দাঁড়িয়ে পড়তেই আতঙ্কিত অনেক যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেলের আধিকারিকদের একটি দল।

 

 

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুটি কোচের সঙ্গে  সংযোগকারী কাপলিং বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যার কারণে ট্রেনটি দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। যাত্রীদের অসুবিধার হাত থেকে বাঁচাতে রেলের আধিকারিকরা তৎক্ষণাত ঘটনাস্থলে পৌঁছান। আধ ঘণ্টার মধ্যেই ট্রেনটিকে ফের ইঞ্জিনের সঙ্গে জুড়ে দেওয়া হয়। ট্রেনটি ফের নয়া দিল্লির দিকে রওনা দিয়েছে। তবে ভারতীয় রেলে দুর্ঘটনার (Train Accident) খবর এখন যেন জলভাত। এত দুর্ঘটনার পরেও কেন রেল কর্তৃপক্ষ সাবধানতা অবলম্বন করে না তা কিন্তু আজও পরিষ্কার নয়।

Advertisements

Leave a Reply