September 18, 2024

বিহারের রেশ কাটিয়ে না উঠতেই ফের ভয়াবহ রেল দুর্ঘটনা, হাওড়া থেকে মুম্বাই সিএসএমটি মেল

0
Advertisements

HnExpres নিজস্ব প্রতিনিধি, হাওড়া : বিহারের রেশ কাটেনি আবারও ভয়াবহ রেল দুর্ঘটনা। ফের দুর্ঘটনার কবলে দূরপাল্লার ট্রেন। দক্ষিণ পূর্ব রেল ডিভিশনের হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি মেল (12810 Howrah-CSMT Mail) ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে আচমকাই লাইনচ্যুত হয়ে যায়। মঙ্গলবার ভোর প্রায় ৩টে ৪০ নাগাদ রাজখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝে ট্রেন দুর্ঘটনাটি (Train accident) ঘটেছে বলে এএনআই সংবাদ সংস্থা জানিয়েছে।

এখনও অবধি ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, তবে আহত বহু সংখ্যাক। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নেমেছে রেল কর্তৃপক্ষ। যদিও এই ঘটনায় ফের বড়সড় প্রশ্নের মুখে পড়ল রেলের যাত্রী সুরক্ষহা। হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক (Help Desk)। এখনও অবধি পাওয়া খবর, ১৮টি বগিই লাইনচ্যুত হয়ে যায়। এদিকে এই ট্রেনটি হাওড়া থেকে ছেড়েছিল, যাচ্ছিল মুম্বইয়ের (Mumbai) উদ্দেশ্যে। ফলে এখানকার স্থানীয় বহু যাত্রী রয়েছেন বলেই মনে করা হচ্ছে। মুম্বইয়ে মূলত বহু রোগী, বিশেষ করে ক্যান্সারের চিকিৎসার জন্য অনেকেই যান কলকাতা থেকে বা এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে।

ফলে এই ট্রেনে একাধিক রোগীর থাকার সম্ভাবনা রয়েছে। তাঁরা কী অবস্থায় রয়েছেন, তা নিয়েও যথেষ্ট উদ্বেগ রয়েছে। চলছে উদ্ধারকার্য। চারিদিকে আর্তনাদ আর হাহাকার ভেসে আসছে, তারই পাশাপাশি বহু মানুষ এই মুহুর্তে রেলমন্ত্রীর (Railway Minister) পদত্যাগ দাবি করছে। প্রতিনিয়ত রেলের এই গাফিলতির শিকার হচ্ছে সাধারণ মানুষ আর তার অসহায় পরিবার, যা সত্যিই ক্ষমার যোগ্য নয়। নয় রেল পরিষেবা ত্রুটিপূর্ণ করা হোক, নতুবা অযোগ্য রেলমন্ত্রী স্বেচ্ছায় ইস্তফা দিক, এমনটাই দাবি ভারতীয় জনগণের।

রেল তরফে ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করেছে, যা নিম্নরূপ—

হাওড়া: 9433357920, 03326382217

রাঁচী: 0651-27-87115

টাটানগর: 06572290324

চক্রধরপুর: 06587 238072

রাউরকেল্লা: 06612501072, 06612500244

Advertisements

Leave a Reply