January 23, 2025

বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আবেদন নিয়ে এবার সরব কলকাতার আরেক প্রধান

0
Advertisements

HnExpress রাজ ঘোষাল, কলকাতা : বাংলাদেশে অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আবেদন নিয়ে এবার সরব কলকাতার আরেক প্রধান৷ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে (Bangladesh Deputy High Commission) গিয়ে ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত নিল মহমেডান স্পোর্টিং ক্লাব। সোমবার ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বুধবার সাদা-কালো শিবিরের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দিতে যান।

শুধু তাই নয়, চারদিনে কলকাতা দখলের হুমকি এসেছে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের (Retired Military Soldier) থেকে৷ বিএনপি নেতা বাংলা, বিহার ও ওড়িশাকে ওপারের অংশ বলে দাবি করেছেন৷ প্রতিবেশী দেশ থেকে ক্রমাগত ভেসে আসছে ভারতবিদ্বেষী স্লোগান, বিশেষ করে বাংলা বিরোধী নানান কথাবার্তা৷ সেখানে দাঁড়িয়ে কলকাতার আরেক প্রধানের এই প্রতিবাদ আরও জোরালো করল বিষয়টাকে৷

ইস্টবেঙ্গলের পরে ময়দানের আরেক প্রধান বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পদক্ষেপ গ্রহন করার আর্জি জানাল। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন জমা দিল মহমেডান। সোমবার একই সঙ্গে দুই ইনভেস্টরের দল গঠন নিয়ে পারস্পরিক কাদা ছোড়াছুড়িতে রাশ টানল মহমেডান স্পোর্টিং ক্লাব (Mohamadan Sporting Club।

Wp 17338213580579120184031658950523

সোমবার সন্ধ্যায় ক্লাবের তাঁবুতে কার্যকরী কমিটির মিটিং ডেকে ইনভেস্টর শ্রাচি গ্রুপের শীর্ষ কর্তা রাহুল টোডি (Rahul Tody) এবং তমাল ঘোষালকে (Tamal Ghoshal) এই কমিটিতে কো-অপারেট করার সিদ্ধান্ত নিলেন সাদা-কালো কর্তারা । এই কমিটিতে আবার রয়েছেন বাঙ্কার হিলের দীপক কুমার সিং ও কনিষ্ক শীলরাও। যদিও তাঁরা সোমবার বৈঠকে উপস্থিত ছিলেন না।

ক্লাব কর্তারা জানিয়েছেন, দু’পক্ষকে নিয়ে শীঘ্রই বৈঠকে বসা হবে। যেখানে দলগঠন ঘিরে সাম্প্রতিক সমস্যা নিয়ে কথা হতে পারে দু’পক্ষেরই। এটি ক্লাবের কার্যকরী কমিটির বৈঠক। ফলে এখনও পর্যন্ত এই কমিটিতে যেহেতু শ্রাচি (Shrachi) কর্তারা নেই, তাই এই বৈঠকে শ্রাচি গ্রুপের কেউ থাকবেন না। শ্রাচি কর্তাকে কো-অপ্ট করা ছাড়াও ফুটবল দলের বর্তমান পারফরম্যান্স নিয়েও আলোচনা হবে।

এদিন মহমেডান সভাপতি আমিরুদ্দিন ববি (Amiruddin Bobby) বলেন, “মিটিংয়ে রাহুল টোডিকে কমিটিতে কো-অপ্ট করা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে আলোচনা হয়েছে আমাদের ফুটবল দলের পারফরম্যান্স নিয়েও। তবে দীপকের ফেসবুক পোস্ট নিয়ে আমরা আলোচনা করব না। কারণ সমাজ মাধ্যমে এই ধরণের পোস্ট যে কেউ করতে পারে। উপযুক্ত প্রমাণ পেশ হলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। তদন্ত করব।”

Advertisements

Leave a Reply