ফের বোমা বিস্ফোরণ, বীরভূমের তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ
HnExpress নিজস্ব প্রতিনিধি, বীরভূম : ফের বোমা বিস্ফোরণ। এবার ঘটনাটি ঘটেছে বীরভূমে। এক তৃনমূল নেতার বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বোমা। বিস্ফোরণের ফেটে তছনছ কংক্রিটের দেওয়াল। ভেঙে গিয়েছে জানালার কাঁচও।
জানা গেছে, বীরভূমের দুবরাজপুরের ঘোরাপারা গ্রামের তৃণমূল নেতা মরিলাল শেখের বাড়িতে বোমা বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কংক্রিটের দেওয়ালের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। ভেঙে গিয়েছে জানালার কাঁচ।
বিশেষ সূত্রের খবর, এ দিন তৃনমূল নেতার বাড়ির ছাদে এবং সিঁড়িতেই বোমাগুলি রাখা ছিল। তবে কীভাবে সেই বোমাগুলি সেখানে এল? কে বা কারা বোমাগুলি মজুত করল? তা এখনও জানতে পারা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।