December 11, 2024

শুভেন্দু রাজ ঘোষ ও iLEAD পরিচালিত ‘বিফোর ইউ ডাই…’ ছবির মুক্তির দিন ঘোষণা

0
Image Editor Output Image1682500685 1638986286215.jpg
Advertisements


HnExpress গার্গী পাল, কলকাতা ঃ চলচ্চিত্রের মাধ্যমে সচেতনতা তৈরি করা সবসময়ই বলিউডের একটা সেরা মাধ্যম বলেই আমরা জানি। অতীতে শচীন পিলগাঁওকর এবং রঞ্জিতা কৌরের ‘আঁখিওঁ কে ঝরখোঁ সে’, অমিতাভ বচ্চন এবং প্রয়াত রাজেশ খান্না অভিনীত ‘আনন্দ’, রণবীর কাপুর, আনুশকা শর্মা এবং ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ‘দিল বেচারা’ ছবির প্রয়াত সুশান্ত সিং রাজপুত এবং সঞ্জনা সঙ্ঘীর অভিনীত চরিত্রগুলি মারণসম ব্যাধি ক্যান্সার সম্পর্কে অনেকটাই সচেতনতা তৈরি করেছিল। ২০২২ এর বিশ্ব ক্যান্সার দিবসেও শুভেন্দু রাজ ঘোষের পরিচালনায় ঠিক তেমনই এক সচেতনতামূলক ছবি ‘বিফোর ইউ ডাই…’ -এর মুক্তির সাক্ষী হতে চলেছে সাধারণ মানুষ।

কাব্যা কাশ্যপ

একজন ক্যানসার রোগী এবং তার পরিবার কীভাবে একটি অনুকরণীয় উপায়ে মৃত্যুকালীন সঙ্কট এবং ট্রমাকে চমৎকার ভাবে কাটিয়ে উঠছে এমনই এক সচেতনতামূলক বিষয় এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই চলচ্চিত্রটি। ছবিটি আগামী ৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ এ মুক্তি পাওয়ার আশায় দিন গুনছে। পরিচালক শুভেন্দু রাজ ঘোষ বলেন, “এটি কেবলমাত্র ক্যান্সারের সাথে লড়াই করার কাহিনীই নয়, এটি একটি সুন্দর প্রেমের গল্প এবং একই নৌকায় যাত্রা করা একটি পারিবারিক মেল বন্ধনের কাহিনীও বটে।” ছবিতে নায়কের ভুমিকায় পুনীত রাজ শর্মা এবং নায়িকার ভুমিকায় রয়েছেন নবাগত অভিনেত্রী কাব্যা কাশ্যপ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সমগ্র টিম সহ সকল কলাকুশলীগণ।



এছাড়াও যাঁরা অভিনয় করেছেন তাঁরা হলেন, অভিনেত্রী জরিনা ওয়াহাব, অভিনেতা মুকেশ ঋষি, প্রদীপ চোপড়া, মুশতাক খান, অরহা মহাজন, বাদশা মৈত্র, রীতা দত্ত, লাভকাংশ গর্গ প্রমুখ। ‘বিফোর ইউ ডাই…’র কাহিনিটি লিখেছেন এবং প্রযোজনা করেছেন iLEAD ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রদীপ চোপড়া। তিনি এই বছরই ক্যান্সারে আক্রান্ত তাঁর মাকে হারানোর পরেই ‘বিফোর ইউ ডাই…’ এই গল্পটি রচনা করেন। তিনি বলেন, “আমার মা ছিলেন আমার অনুপ্রেরণা ও তিনি সবসময়ই তা থাকবেন। আমি এই ছবিটি তাঁদের সকলকে উৎসর্গ করতে চাই, যাঁরা তাদের পরিবারের সদস্যদের সাথে এই সংকটের সময়টিকে তাদের জীবনের সেরা এবং সবচেয়ে আনন্দদায়ক অংশ হিসাবে ব্যয় করছেন এবং চেষ্টা করছেন তাঁদেরকে শেষ জীবনে যতটা সম্ভব আনন্দে রাখার।

তিনি আরও বলেন, সিনেমার মাধ্যমে আমরা এই বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে, জন্ম ও মৃত্যু আমাদের হাতে না থাকলেও আমরা অবশ্যই আমাদের জীবনকে সুখী, সন্তোষজনক এবং যোগ্য করে তুলতে পারি। এই ছবিটির সঙ্গীত পরিচালনা করেন বব এসএন ও তোশি সাবরি, গানের কথা লিখেছেন আজিম শিরাজী ও বুদ্ধ মুখার্জি। ছবিতে জুবিন নৌটিয়াল, পলক মুছাল, ত্রিশা চ্যাটার্জি এবং তোশি সাবরির মতো নতুন প্রজন্মের গায়কীদের কন্ঠে গাওয়া সুন্দর সুন্দর গান রয়েছে। চিত্রনাট্য এবং সংলাপে রয়েছেন সঞ্জীব তেওয়ারি, চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন রাজ সিং সিধু, অরবিন্দ নারায়ণ দোলাই ডিওপি। শিল্প নির্দেশনায় উম্মাত প্রসেনজিৎ, কস্টিউম ডিজাইনিংয়ে দাবজানি ঘোষ এবং কোরিওগ্রাফি করেছেন রাজা সরকার।

Advertisements

Leave a Reply