January 23, 2025

সলমন খানের শুটিং সেটে প্রবেশের চেষ্টায় গ্রেফতার এক অজ্ঞাত ব্যাক্তি

0
Advertisements

 

HnExpress নিজস্ব প্রতিনিধি, মুম্বাই ঃ মুম্বাইয়ের শুটিং সেটে চলছিল বলিউডের ভাইজান সলমান খানের (Salman Khan) শ্যুটিং। আর সেখানেই ঘটে বিপত্তি। কড়া নিরাপত্তার মধ্যে চলছিল শ্যুটিংয়ের কাজ। আর সেই নিরাপত্তা টপকে শুটিংয়ের সেটে ঢোকার চেষ্টা করে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি৷ বাধা পেতেই লরেন্স বিষ্ণোইয়ের নাম করে হুমকি দিয়ে বসে সেই ব্যক্তি। এই ঘটনায় শুটিং সেটে রীতিমতো আতঙ্ক (violence) ছড়ায়। এরপর ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। জানা গিয়েছে, দাদরে বুধবার রাতে সলমনের নতুন সিনেমার শুটিং চলছিল।

আর সেখানে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি জোর করে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দিলেই হাতাহাতিতে নেমে আসে ওই ব্যক্তি৷ অভিযোগ, লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) নাম করে হুমকিও দেয় সে৷ এর পরই সলমন খানের নিরাপত্তারক্ষীরা পুলিশে খবর দেয়৷ কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে৷ এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মুম্বইয়েরই বাসিন্দা বলে জানা গিয়েছে৷ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ, চলছে তদন্ত (Investigation)।

Advertisements

Leave a Reply