দেশলাইয়ের কাঠির সমাহারে তৈরি অসাধারণ দুর্গাপ্রতিমা

0

HnExpress ২০শে অক্টোবর, অরুণ কুমার, নদীয়া ঃ দেশলাইয়ের কাঠির সমাহারে তৈরি অসাধারণ দুর্গাপ্রতিমা। প্রসঙ্গত, নদীয়া শান্তিপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র সৈকত সাধুখাঁ, থাকে শান্তিপুরেই। বাবার ছোট একটি চালের দোকান। ছোটবেলা থেকেই পড়াশোনার সাথে শিল্প কর্মের প্রতি ঝোঁক তাঁর। তবে শান্তিপুরে এধরনের কাজ শেখার খুব একটা জায়গা না থাকায়, নিজের আপন খেয়ালেই কাগজ, শোলা, নারকোলের মালা, পোড়ামাটির নানান উপাদান দিয়ে অলংকার তৈরি করে মা, দিদিকে উপহার দিত সে।

অনেকেই সেই পারিশ্রমিকের উপযুক্ত মূল্য দিয়ে কিনে নিতেন সেই সব শিল্পকর্ম। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করতেন তিনি তাঁর ঈশ্বর প্রদত্ত শিল্প কর্মের দ্বারা। আর ঠিক সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে নতুন কিছু করার তাগিদে এবছর লকডাউন এর মধ্যে গৃহবন্দি অবস্থায় এক নতুন চিন্তার উদ্ভব হয়। আর তাই ৪০টি দেশলাই বাক্সের আনুমানিক বারশো দেশলাই কাঠির সমাহারে সৈকত তৈরি করে ফেলেছেন এক অসাধারণ দুর্গাপ্রতিমা।

তবে সেই মূর্তি পূজিত হবে না জেনেও এবং শিল্পের জন্য যথাযথ সম্মান না পেলেও শুধু শিল্পপ্রেমী ক্রেতার কাছ থেকে উপযুক্ত পারিশ্রমিক পেলেই আগামীতে এই ধরনের পেশার সাথে নিজেকে নিয়োজিত করবে বলে জানায় সৈকত। এর অল্প বয়সে তাঁর তৈরি এমন অনুপম কারুকার্যমন্ডিত দুর্গা প্রতিমা সত্যিই নজর কাড়ার মতো।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply