AIOHRAP ‘র পরিচালনায় অনুষ্ঠিত হল স্বাস্থ্য ও চক্ষু পরিক্ষা শিবিরের মত এক সামাজিক কর্মকাণ্ড

HnExpress ইন্দ্রানী সেনগুপ্ত, নিউ বারাকপুর ঃ বর্তমানে বাংলার জেলায় জেলায় আর নানান শহর জুরে বিভিন্ন বেসরকারী ও সরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে সারা বছরই চলছে কিছু না কিছু সমাজ সেবা মূলক অনুষ্ঠান ও প্রকল্প। এমনই এক সামাজিক কর্মকান্ডের দ্বারা সমাজের পিছিয়ে পড়া আর্ত ও দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ালো অল ইন্ডিয়া অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এ্যাওয়ারনেস এন্ড প্রোটেকশন (নিউবারাকপুর ব্লক) এর মত একটি সমাজসেবী সংগঠন। আজ ১১ই জানুয়ারী নিউবারাকপুর স্টেশন রোডের কাছে, বিডি লজের সামনে এই সংগঠনের পক্ষ থেকে এলাকাবাসীর জন্য সম্পূর্ণ বিনামুল্যে আয়োজন করা হয়েছিল এক স্বাস্থ্য ও চক্ষু পরিক্ষা শিবির।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক জয়ন্ত হালদার, জেলা সভাপতি বিমান ঘোষ, ট্রেজারার সুদীপ বোস, সহ-সম্পাদক শিবু দাস, সাধারণ সদস্য নব কুমার দে প্রমুখ। সকাল ১০ টা থেকে শুরু হয় এই মানব সেবার কর্মকাণ্ড। সারাদিন ব্যাপী চলে এই সমাজসেবা, এদিন এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল এলাকার প্রায় শতাধিক পিছিয়ে পড়া আর্ত মানুষের সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরিক্ষা, চশমা প্রদান, ছানি অপারেশন শিবির তৎসহ ব্লাড সুগার পরিক্ষা। আর এই সমগ্র অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন মারোয়ারী রিলিফ সোসাইটি ও দ্যা ভার্ডেন ট্রাষ্ট। আজকের এই অনুষ্ঠানে মানুষের ঢল ছিল লক্ষণীয়।

2 thoughts on “AIOHRAP ‘র পরিচালনায় অনুষ্ঠিত হল স্বাস্থ্য ও চক্ষু পরিক্ষা শিবিরের মত এক সামাজিক কর্মকাণ্ড

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: