ইরফান খানের মৃত্যুর পর ফের নক্ষত্রপতন বলিউড ফিল্ম জগতে
HnExpress ৩০শে এপ্রিল, ওয়েবডেক্স নিউজ ঃ গতকাল বুধবার অভিনেতা ইরফান খানের মৃত্যুর পরে আজ বৃহস্পতিবার বলিউডে ফের নক্ষত্রপতন। মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স হাসপাতালে আজ মাত্র ৬৭ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউড খ্যাত অভিনেতা তথা রাজ কাপুরের মেজ পুত্র ঋষি কাপুর। বিগত বেশ কয়েকদিন ধরেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন তাঁরই দাদা অভিনেতা রণধীর কাপুর।
মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের ইনটেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার সকালেই তিনি গোটা ফিল্ম জগতকে কাঁদিয়ে পাড়ি দেন অমৃতলোকের উদ্দেশ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালেই ধরা পড়ে যে অভিনেতা ঋষি কাপুর জী মারণসম কর্কট রোগে আক্রান্ত। এরপরেই চিকিৎসার জন্য তিনি পাড়ি দেন নিউ ইয়র্কে। গত বছর সেপ্টেম্বরেই দেশে ফেরেন ঋষি জী।
কিন্তু তারপরেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ২০২০-র ফেব্রুয়ারি মাসে ফের হাসপাতালে ভর্তিও করা হয় তাঁকে। এরপর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরার পরেই প্রায় এক সপ্তাহের মধ্যে আবারও অসুস্থ হয়ে পরেন তিনি। গতকাল রীতিমতো শ্বাসকষ্টজনিত কারণেই অভিনেতাকে জরুরীকালিন পরিস্থিতিতে মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়, তাঁর সাথে ছিলেন তাঁর সর্বক্ষণের ছায়াসঙ্গী স্ত্রী নিতু (সিং) কাপুর।
আর আজ সকালেই ববির চির সবুজ নায়ক সেখানেই তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পর পর দুদিন ধরে দুই খ্যাতনামা অভিনেতার এমন অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা ফিল্ম ইন্ড্রাস্ট্রির অন্দরমহল সহ কাপুর পরিবার। তাঁর অভিনীত নায়ক হিসেবে প্রথম সুপারহিট ছবি ববি, যদিও ১৯৭০ সালে তিনি প্রথম শিশুশিল্পী হিসেবে বাবা রাজ কাপুরের চলচ্চিত্র মেরা নাম জোকারে অভিনয় করে জাতীয় চলচ্চিত্রের পুরস্কার জিতে নেন। ১৯৭৪ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন।
১৯৭৩ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ৯২টি রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন যেখানে ৪১টি চলচ্চিত্রে সহ-তারকাদের সমন্বয় ছিল। বাকী ৫১টি চলচ্চিত্রের মধ্যে মাত্র ১১টি চলচ্চিত্রে তিনি সফলতা পান। ১৯৭৩ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তার সহধর্মীনি নীতু সিং কাপুর এর বিপরীতে মোট ১২টি চলচ্চিত্রে এক সাথে কাজ করেন। এছাড়াও তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমা গুলি হলো, খেল খেল মে, সাগর, চাঁদনী, নাগিনা, হেনা, সাহেবান, দামিনী, প্রেম রোগ, দিওয়ানা, অমর আকবর এ্যান্টনি, কুলি, কাভি কাভি, প্রেম গ্রান্থ, বোল রাধা বোল, কর্জ, ইয়ে ওয়াদা রাহা, ইয়ে হ্যায় জালওয়া, ফানা প্রভৃতি।