প্রয়াত হলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়, টলি পাড়ায় শোকের ছায়া

0


HnExpress প্রিয়দর্শী সাধুখাঁ, কলকাতা ঃ আবারও এক নক্ষত্র পতন বিনোদন জগতে। অমৃতলোকে পাড়ি দিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। গত দু-তিন দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার রিয়েলিটি শো-তে তিনি অংশও নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অভিষেক চট্টোপাধ্যায় বরাহনগরে জন্ম তাঁর করেন। বরানগরের রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয় পড়াশোনার প্রথম ধাপ ও পরে শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ থেকে তাঁর শিক্ষা শেষ হয়।

এদিন সহ-অভিনেতা ভরত কল বলেন, ‘মঙ্গলবার খাদ্যের বিষক্রিয়ায় প্রথমে অসুস্থ হয়ে পড়েন অভিষেক। ওই অবস্থাতেই কিছুক্ষণ শ্যুটিংয়ের পর তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বুধবারও তিনি স্টার জলসার ‘ইসমার্ট জোড়ি’ রিয়্যালিটি শো-তে শ্যুট করতে আসেন। সেখানেই আচমকা প্রেসার নেমে আসে ৮০-তে। সঙ্গে সঙ্গে কালো কফি দেওয়া হয় তাঁকে। আন্দাজ দুপুর আড়াইটে নাগাদ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেই শেষ দেখা আমাদের।’

বৃহস্পতিবার সকালে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণের খবর পেয়ে নিজেকে সামলে রাখতে পারেননি তাঁরই মেয়ে টেলিভিশন এর জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। মেয়ে তৃণা সাহা কান্না জড়ানো গলায় জানান, “কী বলব ভেবে পাচ্ছি না। বিশ্বাসই করতে পারছি না ড্যাডি আর নেই। শব্দ খুঁজে পাচ্ছি না। কারো কথা শুনতেন না। বহুবার শরীরের যত্ন নিতে বলতাম। মঙ্গলবার শুটিংয়েও অসুস্থ হয়ে পড়েছিলেন।



বমি করে ছিলেন। শুটিং ফ্লোর থেকে বাড়িও পাঠানো হয়েছিল। তারপর আবারও শুটিং করায় ফোন করে খুব বকাও দিয়েছিলাম”। ১৯৮৬ সালে সিনেমার জগতে পথচলা শুরু। এছাড়াও ছোটপর্দায় বেশকিছু সিরিয়ালও করেছেন তিনি। সম্প্রতি মোহর ও খড়কুটো সিরিয়ালেও কাজ করে গেছেন তিনি। এদিন অভিষেক চট্টোপাধ্যায় এর কথা মতোই তাঁর বাড়িতেই চিকিৎসা শুরু হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। রাত ১টা ১০ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শোকবার্তায় লিখেছেন, “তাঁর প্রয়াণে অভিনয় জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি অভিষেক চট্টোপাধ্যায়ের আত্মীয়, পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি”। তাঁর মৃত্যুর খবর পেয়েই বাড়িতে যান দীর্ঘদিনের সহকর্মী এবং বন্ধু লাবনী সরকার-সহ আরও অন্য অভিনেতা অভিনেত্রীরা। তাঁরা সকলেই মানসিকভাবে বিপর্যস্ত। লাবনী সরকার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি তার এক পরম বন্ধুকে হারালেন। তিনি ভাবতেই পারছেন না সে আর নেই।

সে আর কথা বলবে না। এই মুহূর্তে পরিবারের পাশে থাকতে চান লাবনী সরকার। অভিষেকের মৃত্যুর খবর শুনে অভিনেতা প্রসেনজিৎ বলেন, “একের পর এক আমায় মৃত্যু দেখে যেতে হচ্ছে। আর প্রতিক্রিয়া দিয়ে যেতে হচ্ছে। কিন্তু অভিষেক এর খবরটা সকালে শোনার পর এই প্রথম সংবাদমাধ্যমকে জানাচ্ছি, এর প্রতিক্রিয়া আমি দিতে পারব না। ওর বিয়েতে বরকর্তা হয়ে গিয়েছিলাম আমি। সেই দিনটার কথা আজও মনে পড়ে। ওর সঙ্গে যা কিছু ভাল স্মৃতি সেটাই রেখে দিতে চাই। এর বেশি সত্যি ওর জন্য আমি আর কোনও শব্দ ব্যবহার করতে পারছি না”। যথাযথ মর্যাদা সহকারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply