September 18, 2024

RG Kar -কান্ডে ময়নাতদন্ত অনুযায়ী প্রথমে ধর্ষণ ও পরে খুন করা হয় তরুণী চিকিৎসককে

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : আরজিকর হাসপাতালের (RG Kar Medical College Incident) তরুণী চিকিৎসক ডা: মৌমিতা দেবনাথের ভয়াবহ মৃত্যুর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এল বিস্ফোরক তথ্য। জানা গিয়েছে, প্রথমে ধর্ষণ করা হয়, তারপর তাঁকে খুন করা হয়েছে। এমনটাই ইঙ্গিত মিলেছে রিপোর্টে। আর এই ঘটনাটি ঘটেছে রাত ৩টে থেকে সকাল ৬টার মধ্যে। 

ময়নাতদন্তের (Postmortem) প্রাথমিক রিপোর্টে ধর্ষনের ইঙ্গিত সুস্পষ্ট। তরুণী চিকিৎসকের গলার একটি হাড় ভাঙা, সারা গায়ে অজস্ৰ ক্ষতের চিহ্ন মিলেছে। তাই প্রাথমিক অনুমান, গলা টিপে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে ওই তরুণীকে। শরীরের মোট দশ জায়গায় ক্ষত পাওয়া গিয়েছে। মৌমিতার যৌনাঙ্গেও রক্ত পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। পরের বছরই যার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল সে আজ চুল্লির আগুনে, বলতে গিয়ে কণ্ঠরোধ পিতার।

অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয়েছিল ওই তরুণী চিকিৎসকের দেহ। চার তলার ওই সেমিনার হলের কাছে কোনও নিরাপত্তারক্ষীও ছিল না বলে জানা গিয়েছে। এদিন সকালে মৃতের পরিবারের তরফেও ধর্ষণ (Rape) করে খুনের (Murder) অভিযোগ তোলা হয়। ইতিমধ্যেই, ঘটনার তদন্তে তিন সদস্যের সিট গঠন করা হয়েছে। খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত চলছে। অন্য কোনও ধারা এখনও যুক্ত হয়নি। যদিও আরজি করে তরুণী চিকিৎসকে নৃশংসভাবে খুনের পর উত্তাল পরিস্থিতি তৈরি হয় রাজ্য স্বাস্থ্য ব্যবস্থায়।

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে গতকাল গোটা রাজ্যেই সরকারি হাসপাতাল গুলিতে লাগাতার বিক্ষোভ-আন্দোলন চালিয়ে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। আর তার জেরে গতকাল দিনভর রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার শিকেয় ওঠার জোগাড় হয়েছিল। ভুক্তভোগী সাধারণ মানুষ থেকে মুমূর্ষু রোগীরা।

Advertisements

Leave a Reply