কোচবিহারের বানেশ্বর থেকে শিবলিঙ্গে জল ঢেলে ফেরার সময় দুর্ঘটনাগ্রস্ত মালবাহী অটো, আহত ১৩ জন যাত্রী
HnExpress ২৩শে ফেব্রুয়ারি, সৌভিক সিংহ রায়, দিনহাটা ঃ কোচবিহারের বানেশ্বর থেকে শিবলিঙ্গে জল ঢেলে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় আহত হলো ১৩ জন যাত্রী। গতকাল শনিবার সকালে এই ঘটনা ঘটেছে দিনহাটা কোচবিহার সড়কের ভেটাগুড়ির বটতলা এলাকায়। আহতদের দেওয়ানহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি দিনহাটার ১ নম্বর ব্লকের গীতালদহ- এর হরিরহাট এলাকায়।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটার হরিরহাট এলাকার একদল পূর্ণার্থী শিবলিঙ্গে জল ঢালার জন্য কোচবিহারের বানেশ্বর শিব মন্দিরে যান। সেখানে শিবলিঙ্গে জল ঢেলে একটি মালবাহী অটোতে করে দিনহাটার দিকে ফিরছিলেন। গাড়িটি যখন ভেটাগুড়ির বাঁশতলা এলাকায় আসে সেই সময় রাস্তার ধারে স্তূপীকৃত ইটের মধ্যে সজোরে ধাক্কা মারে গাড়িটি।
ফলে গাড়িটির বেশিরভাগ অংশই দুমড়েমুচড়ে যায়। যার ফলে কমবেশি আহত হয় প্রায় সকলেই। আর সংঘর্ষের ওই শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে আসে এবং তারাই আহতদের উদ্ধার করে দেওয়ানহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় প্রচণ্ড চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।