কালীঘাট মন্দিরে পু্জো দিতে যাওয়ার পথে মত্ত চালকের গাড়ির ধাক্কায় নিহত এক মহিলা

0

HnExpress ২৯শে ফেব্রুয়ারী, জয় গুহ, কলকাতা ঃ বেপরোয়া গতির শিকার হলেন এক পথচারী। সাতসকালে দুর্ঘটনাটি ঘটেছে কালীঘাট ট্রামডিপোর ঠিক কাছেই। ট্রাফিক সিগন্যাল না মেনে দুরন্ত গতিতে ছুটে আসা একটি এসইউভি গাড়ি ধাক্কা মারে এক মহিলাকে। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলেও মারা যান ওই মহিলা। নিহত ওই মহিলাটি শনিবার সকাল সাতটা নাগাদ কালীঘাট মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন।

সেই সময় হাজরার দিক থেকে আসা অত্যন্ত তীব্র গতির একটি এসইউভি গাড়ি ট্রাফিক সিগন্যাল অমান্য করে ওই মহিলাকে সজোরে ধাক্কা মারে। তিনি প্রথমে গাড়ির বনেটে উঠে পড়েন। ব্রেক কষার ফলে গাড়ির বনেট থেকে রাস্তায় ছিটকে পড়ে যান ওই মহিলা। এরপর ঘটনাস্থল ছেড়ে পালানোর সময় আবারও জখম মহিলাকে ধাক্কা মারে গাড়িটি। রাস্তার উল্টোদিকে ছিটকে পড়েন মহিলা।

প্রায় সঙ্গে সঙ্গে কালীঘাট ট্রামডিপোর কর্তব্যরত ট্রাফিক রাসবিহারীর মোড়ের কাছের ট্রাফিক পুলিশকে বিষয়টি জানান। ওই মোড়ে গাড়িটি পৌঁছলে তাকে থামানোর চেষ্টাও করা হয়। তবে দ্বিতীয়বারও ট্রাফিক আইন অমান্য করে এসইউভি চালক। পুলিশকে উপেক্ষা করতে গিয়ে রাসবিহারী মোড়ে ওই ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা আরও একটি গাড়ির পিছনে ধাক্কা মারে চালক। ততক্ষণে যন্ত্রণায় ছটফট করছেন দুর্ঘটনাগ্রস্ত ওই মহিলা।

রক্তে ভরে গিয়েছে প্রায় গোটা রাস্তা। তাঁকে উদ্ধার করেন স্থানীয়রাই। প্রথমে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জখম মহিলাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মারা যান বছর চল্লিশের ওই মহিলা।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে পুলিশ। আর স্থানীয়দের দাবি, দুর্ঘটনাগ্রস্ত ওই এসইউভি–র চালক মদ্যপ ছিল। তার উপর বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। গোটা এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এসইউভি চালক এখনও পলাতক। তার খোঁজে চিরুনি তল্লাশি চলছে।

 

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply