October 11, 2024

দুরন্ত জয়লাভ সবুজ মেরুন শিবিরের

0
Advertisements


HnExpress শিখা দেব, কলকাতা ঃ আই এস এল ফুটবলের মর্যাদার লড়াইয়ে এ টি কে মোহনবাগান বাজিমাত করলো ওড়িশা এফ সি কে ২-০ গোলে হারিয়ে দিয়ে। শেষ চারে খেলবার ছাড়পত্র পেয়ে গেলো সবুজ মেরুন ব্রিগেড। খেলার শুরু থেকে আক্রমণের ঝড় তুলে মোহন বাগান কোণঠাসা করে দেয় ওড়িশাকে।

খেলার প্রথম পর্বে বৌমাসের গোলে সবুজ মেরুন শিবির এগিয়ে যায়। ওড়িশা মাঝে মধ্যে আক্রমণ গড়ে তুলেও সুবিধা করতে পারেনি। দ্বিতীয় পর্বে মোহনবাগান আরও বেশি আক্রমণ শানাতে থাকে। পেত্রাতোস দারুন বুদ্ধি সহকারে গোল করে দলের জয়কে নিশ্চিত করে দেন।



পেত্রাতোস গোল দেওয়ার পরে সামার সল্ট দিয়ে আনন্দ প্রকাশ করেন। খেলার শেষে কোচ জুয়ান ফেরান্ড বলেন, এই জয় সমর্থকদের উৎসর্গ করা হলো।

Advertisements

Leave a Reply