“নিউ নরম্যালে তোল আওয়াজ, সবার শিক্ষা সবার কাজ” এর দাবিতে ছাত্র-যুবদের মিছিল

0

HnExpress ১৬ই সেপ্টেম্বর, অরুণ কুমার, জলপাইগুড়ি : বাম ছাত্র যুবদের উদ্যোগে মঙ্গলবার জলপাইগুড়ি শহরের কামারপাড়া যুব দপ্তর থেকে “নিউ নরম্যালে তোল আওয়াজ, সবার শিক্ষা সবার কাজ” এই মূল শ্লোগানকে সামনে রেখে ছাত্র জীবনের এক বিশাল মিছিল শহর পরিক্রমা করে। অবিলম্বে জাতীয় শিক্ষা নীতি বাতিল করা, TET, SSC, RAIL সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকারি দপ্তরে অবিলম্বে শূন্যপদে নিয়োগ, লকডাউন পরিস্থিতিতে স্কুল কলেজের ভর্তি ফি মুকুব করা সহ বিভিন্ন দাবি নিয়ে বাম ছাত্র যুবদের এই মিছিলে ছাত্র, যুবদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

এদের ১১ দফা দাবিতে এই ছাত্র-যুবদের মিছিল সংগঠিত হয়। এই দাবীগুলির মধ্যে ছিল : সকলের জন্য শিক্ষা ও কাজ, বৈষম্য সৃষ্টিকারী কর্পোরেটমুখী জাতীয় শিক্ষানীতি বাতিল, সকল শূন্যপদে সরকারের দুর্নীতিমুক্ত নিয়োগ, SSC র শুন্য পদে নিয়োগ, PSC -র শুন্য পদে নিয়োগ, TET -র শুন্য পদে নিয়োগ, RAIL/ BANK -র শুন্য পদে নিয়োগ, কাজ না পাওয়া পর্যন্ত মাসিক ৬০০০ টাকা বেকার ভাতা প্রদান, প্যানডেমিক সিচুয়েশনে কলেজে ভর্তির ফি মুকুব এবং বর্তমানে চলা ধর্মীয় বিভাজনের নোংরা রাজনীতির বিরুদ্ধে আজ এই মিছিল আয়োজিত হয়।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply