January 23, 2025

কলকাতা বিমানবন্দরে উড়ান ক্যাফের হাত ধরে শুরু হচ্ছে নয়া “পাইলট প্রজেক্ট”

0
Advertisements

২০২৪ শেষে নতুন বছরকে স্বাগতম জানানোর মাঝে বড় সুখবর—
নতুন বছরে সর্বসাধরণের জন্য বড় চমক নিয়ে এলো আন্তর্জাতিক কলকাতা বিমানবন্দর। কফির দাম ২০ টাকা, চা ১০ টাকা, মিষ্টি বা সিঙ্গারার মতো নানান খাবারের দাম মাত্র ২০ টাকা। এমনই এক ক্যাফে এবার কলকাতা বিমানবন্দরের অন্দরে।

HnExpress রাজ ঘোষাল, কলকাতা : কলকাতা বিমানবন্দরে উড়ান ক্যাফের হাত ধরে শুরু হচ্ছে নয়া “পাইলট প্রজেক্ট (Pilot Project)।” একটা সময় বিমানবন্দরের অন্দরে সামান্য এক কাপ চা খেতেই বহু গ্যাঁটের কড়ি খরচ করতে হত! যা সাধারণ মধ্যবিত্ত ঘরের পকেটে ছ্যাঁকা ধরাতে বাধ্য ছিল। এই সমস্যা থেকে এবার রেহাই দিতেই কলকাতা বিমানবন্দরের অন্দরে চালু হলো ‘উড়ান যাত্রী ক্যাফে (Udan Yatri Cafe)।’ এই ক্যাফেতে এবার থেকে মাত্র ১০ টাকায় পাওয়া যাবে চা এবং ২০ টাকা খরচা করলেই মিলবে সিঙারার মতো নানান স্ন্যাকস।

সদ্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু (Ram Mohan Naidu) কিঞ্জারাপুরের হাত ধরে কলকাতা বিমানবন্দরে উড়ান যাত্রী ক্যাফে চালু হয়েছে। এয়ারপোর্ট অথরিটির সঙ্গে যৌথ উদ্যোগে এই ক্যাফে চালু করা হয়েছে। বাজেট ফ্রেন্ডলি এই ক্যাফেতে জলের বোতল থেকে শুরু করে চা, স্ন্যাকস সহ সমস্ত কিছুই কেনাকাটা সাধ্যের মধ্যে সম্ভব। সেখানে কফির দাম ২০ টাকা, চা ১০ টাকা, মিষ্টি বা সিঙ্গারার মতো নানান খাবারের দাম ২০ টাকা।

এমন এক ক্যাফের উদ্দেশ্য হল, যাতে বিমানবন্দরের (Airport) অন্দরে সাধারণ যাত্রীরা সাধ্যের মধ্যে খাবার পেয়ে থাকেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী বলেন, ‘ উড়ান যাত্রী ক্যাফে শুধু ফুড আউটলেটই নয়, তার চেয়েও বেশি কিছু। এটি জন সাধারণের জন্য ভ্রমণের অভিজ্ঞতাকে গণতান্ত্রিক (Democratic) করার জন্য আমাদের মিশনকে প্রতিনিধিত্ব করে।

প্রতিটি সাশ্রয়ী মূল্যের এক কাপ চা বা জলখাবার সহ, আমরা বিমান সফরকে একটি সুন্দর অভিজ্ঞতায় পরিণত করার বিষয়ে আমাদের বিশ্বাসকে পুনঃনিশ্চিত করি। যা উভয়ই সমৃদ্ধ এবং সকলের সাধ্যের মধ্যে।’ মন্ত্রী (Minister) নাইডু সকল নাগরিকের জন্য বিমান ভ্রমণ সহজলভ্য এবং মর্যাদাপূর্ণ করার জন্য সরকারের প্রতিশ্রুতির কথাও বলেন।

কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু আরও বলেন যে, ‘বিমান ভ্রমণকে যথাযথ সাধ্য, মর্যাদাপূর্ণ এবং আরামের প্রতীক করে তোলা আমার আন্তরিক মিশন। এটি এমন এক অভিজ্ঞতার পরিচায়ক হবে, যা প্রতিটি ভারতীয়রা গর্ব এবং আনন্দের সাথে গ্রহণ করতে পারেন।’ তিনি জানান, এই উড়ান ক্যাফে (Udan Yatri Cafe) এবার ভারতের বাকি রাজ্যের বিমানবন্দরেও শুরু করার পরিকল্পনা রয়েছে। জানা যাচ্ছে, কলকাতায় এই ক্যাফে ঘিরে পাইলট প্রজেক্ট নাম দিয়ে শুরু হয়েছে।

এই ক্যাফে (Cafe) যাতে দেশের অসামরিক বিমান পরিষেবার বৃদ্ধিতে একটি প্রতীক হয়ে ওঠে, তার উদ্যোগে রয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। উল্লেখ্য, কিছুদিন আগে, বিমানবন্দরে সব জিনিসের দাম এত বেশি নিয়ে সংসদে প্রশ্ন তোলেন আপ সাংসদ রাঘব চড্ডা (Raghav Chadda)। যাত্রী ক্যাফে নিয়ে তিনি বলেন যে, ‘পরিবর্তন দেখে আমরা খুশি! সংসদের এই শীতকালীন অধিবেশনে আমি বিমানবন্দরে খাবারের সামর্থ্যের বিষয়টি তুলে ধরার পর, কলকাতা বিমানবন্দরে চায়ের দাম কমানো হয়েছে। এটি আমাদের নাগরিকদের জন্য একটি জয়ের প্রতীক।’

Advertisements

Leave a Reply