ইস্টবেঙ্গলে নিয়োগ করা হলো নতুন কোচ
HnExpress শিখা দেব, কলকাতা ঃ লাল হলুদ শিবিরে নতুন কোচ হয়ে এলেন স্পেনের কার্লোস কুয়াদ্রাত। আর সেই সাথে ছুটি হয়ে গেলো ব্রিটিশ কোচ স্টিভেনের। কোচ কার্লোসের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে। আই এস এল ট্রফি জয়ী কার্লোস সুনীল ছেত্রীদের কোচ হিসেবে সবার নজর কেড়েছিলেন। দলের সঙ্গে তিন বছর ছিলেন।
তিনি সুপার কাপও জেতেন। এ এফ সি কাপের ফাইনাল খেলে ছিলেন কার্লোস। স্পেনীয় কোচ কার্লোস চুক্তিপত্রে সই করবার পরে বলেন, আমার প্রথম লক্ষ্য সমর্থকদের মুখে হাসি ফোঁটানো। ইস্টবেঙ্গল ভারতের একটি নামী দল। তাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্ব অনুভব করছি। শিরোপা দখলের জন্যে সব সময় চেষ্টা থাকবে আমাদের।