“কলম সৈনিক সাহিত্য ফোরাম” এর উদ্যোগে অনুষ্ঠিত হল মাসিক সাহিত্য সম্মেলন

0

HnExpress রূপা বিশ্বাস, উত্তর ২৪ পরগণা ঃ কলম সৈনিক সাহিত্য ফোরাম” একটি সাহিত্য সমম্বয় সংস্থা। এই সাহিত্য ফোরাম সংস্থার উদ্যোগে বহুদিন ধরেই প্রত্যেক মাসে চলে আসছে এক মাসিক সাহিত্য সম্মেলন বা সকল কবি – সাহিত্যিক গুণীজনদের নিয়ে মনোরম ঘরোয়া পরিবেশে এক জমাটি কবিতা ও সাহিত্য চর্চার আসর। আর সেই সংস্থারই কর্ণধার হলেন কবি দেব দত্ত। তাঁর হাত ধরেই সাহিত্যের সৈনিক “কলম” তার নিজস্বতা নিয়ে এগিয়ে চলেছে সাহিত্য চর্চার আঙ্গিককে।

গতকাল ২৩শে জুন উত্তর ২৪ পরগণা জেলার মধ্যমগ্রাম থানার অন্তর্গত বিবেকানন্দ কলেজ রোডের দেবদত্ত বাবুর নিজস্ব আবাসনে অনুষ্ঠিত হল সেই “মাসিক সাহিত্য সম্মেলন” এর জমজমাটি আসর। প্রতি মাসের চতুর্থ রবিবার বিকাল পাঁচটার সময় তাঁর আবাসনে আসর জমে ওঠে এই কবি সম্মেলন এর মধ্য দিয়ে। এছাড়াও প্রায় প্রত্যেক মাসেই চলে বিশেষ গুণীজন সম্বর্ধনা জ্ঞাপন। প্রসঙ্গত, এই সংস্থার নির্মাণ হয় গত ২০১৮ সালের এপ্রিল মাস থেকে। আর এই জুন মাসে সেই অনুষ্ঠান পর্ব ১৪ মাসে পা রাখল।

যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

এদিনের অনুষ্ঠানের অলংকার হিসেবে যোগদান করেন কবি দীপা দাস, বেবি সাহা, আব্দুল কাইয়ুম, অজয় চক্রবর্তী, সোমা মুখোপাধ্যায়, সুমিতা মন্ডল, কবি সৌমাল্য মৈত্র, কার্তিক আচার্য, সর্বানি বেগম, বিশিষ্ট লেখক ডক্টর সৌমজিৎ আচার্য, সাংবাদিক ইন্দ্রাণী সেনগুপ্ত (সম্পাদক, হাইলাইট নিউজ এক্সপ্রেস), সমাজসেবী নুপুর ঘোষ, শ্যামল রায়, কবি ও সংস্থার কর্ণধার দেব দত্ত, সুব্রত দত্ত, স্নেহাশিস রায়, আনন্দ মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত সমস্ত কবি ব্যাক্তিরা বিভিন্ন ধরনের কবিতা পাঠ করে শোনান। এই সম্মেলনে উপস্থিত সমস্ত কবি সাহিত্যিকদের সম্মানিত করা হয়।

এই অনুষ্ঠানের সম্পাদক ছিলেন কবি সুমাল্য মিত্র এবং সহ সম্পাদক ছিলেন কবি কার্তিক আচার্য। বিশেষভাবে সহযোগিতারত ছিলেন কবি ও আবৃত্তিকার সোমা মুখার্জি। অনুষ্ঠানটি দেব দত্ত বাবুর আবাসনে খুব সুন্দর এবং সুষ্ঠভাবে সুসম্পন্ন হয়। এদিনের অনুষ্ঠানে কবি দেব দত্ত বাবু বললেন, আগামী দিনে নব প্রজন্মের হাত ধরে উঠে আসা কবি সাহিত্যিকদের সাহিত্য চর্চার জন্য এক নতুন অঙ্গন তৈরি করা সহ পশ্চিমবঙ্গের সমস্ত কবি সাহিত্যিকদের জন্য একটি উপযুক্ত বাতাবরণ তৈরি করে দিয়ে যাওয়াই হলো আমাদের মূল উদ্দেশ্য।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply