শৌচকর্মের জন্য বাইরে গিয়ে ফের আক্রান্ত এক আধিবাসী নারী
HnExpress নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান : শৌচকর্মের জন্য বাইরে গিয়ে রাজ্যে ফের আক্রান্ত এক অধিবাসী নারী। বাড়ির পাশের সবজি খেত থেকে এক আদিবাসী ছাত্রীর দেহ উদ্ধার হয়। আরজি করের (RG Kar) ঘটনার বিচার চেয়ে মেয়েদের রাত দখলের অভিযানের মধ্যেই আবারও খুন হলো সেই নারী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান থানার অন্তর্গত নান্দুর (Nandu) এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, গলার নলি কাটা অবস্থায় প্রিয়াঙ্কা হাঁসদা নামের ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে।
বর্ধমান থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন মৃত ছাত্রীর বাবা। সুত্রের খবর, বেঙ্গালুরুর (Bengalor) একটি শপিংমলে কাজ করতেন মৃত ছাত্রী। চাকরি করতে করতেই বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে করেসপনডেন্স কোর্সে মাস্টার ডিগ্রিও করছিলেন। সম্প্রতি ছুটি নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন ওই ছাত্রী। মৃতার মা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় শৌচকর্মে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল তাঁর মেয়ে।
যাওয়ার সময় মোবাইল ফোনটাও নিয়ে যায় ওই ছাত্রী। ঠিক তারপর থেকেই খোঁজ মিল ছিল না আর। বেশ খানিকক্ষণ পরেও বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। বুধবার সন্ধে সাতটা-সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে ৫০ মিটার দূরে সবজি খেতের পাশ থেকে ছাত্রীর নলি কাটা দেহ (Murdur) উদ্ধার হয়। কেন এই খুন? কি রহস্য লুকিয়ে আছে এর পিছনে? রাত দখলের পরেও কি মেয়েরা সেফ? উঠছে নানান প্রশ্ন! পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে, চলছে তদন্ত।