ভূমি ধসে কেরলের ওয়েনাডেতে এখন চলছে মৃত্যু মিছিল
Kerala Disaster: প্রশাসন সূত্রে খবর, বিপর্যয়ে কমপক্ষে ১৪৭ জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় ১৩০ জন। বিপদ এখনও কাটেনি। ধ্বংসস্তূপ, মাটির নীচে শতাধিক মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।
HnExpress ওয়েবডেক্স নিউজ, কেরলা : ভূমিধসে কেরলের ওয়েনাড (Kerala Wayanad) এখন যেন এক মৃত্যুপুরী। সেখানে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। যত সময় যায় ততই বাড়ছে মৃতের সংখ্যা। কেরলের ওয়েনাডে ভূমিধসে মৃত্যুর সংখ্যা ১৪৭ পার করল, আহত প্রায় ১৩০। এখনও শতাধিক মানুষ কাদা, মাটির নীচে চাপা পড়ে রয়েছেন বলেই আশঙ্কা। জোরকদমে চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত প্রায় এক হাজার মানুষকে উদ্ধার করা গেছে। নিয়মিত খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ ওয়েনাড যাওয়ার কথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর।
সবুজে ঘেরা ওয়েনাডে মঙ্গলবার ভোরে ভয়াবহ ধস নামে। অতিবৃষ্টির জেরে কার্যত পাহাড় ভেঙে নেমে আসে সেই ধস। কাদা-মাটি-জলে ডুবে গিয়েছে মুন্দাক্কাই, চুরামালা, আতামালা ও নুলপুজ়া জেলা। এই চার জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জলের তোড়ে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে মাইলের পর মাইল।মঙ্গলবার বিপর্যয়ের পর থেকেই উদ্ধার কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)। উদ্ধার কাজে (Rescue) সাহায্যের জন্য ভারতীয় সেনাও নামানো হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, বিপর্যয়ে কমপক্ষে ১৪৭ জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় ১৩০ জন। বিপদ এখনও কাটেনি। ধ্বংসস্তূপ, মাটির নীচে শতাধিক মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। প্রাণের ঝুঁকি নিয়েই চলছে উদ্ধারকাজ। ভূমিধসে ভেঙে গিয়েছে সেতুও। সেনাবাহিনীর তরফে অস্থায়ী সেতু তৈরি করে কমপক্ষে ১ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে বলেই জানানো হয়েছে। আজও সকাল থেকেই উদ্ধারকাজ চলছে। এই পরিস্থিতিতে বিপদের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর (Weather office)।
আজ ও আগামী কয়েকদিন ওয়েনাড সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি করা হয়েছে ইদুক্কি, ত্রিশূর, পালাক্কড়, মলপ্পুরম, কোঝিকোড, কন্নুর ও কাসারগড় জেলার জন্য। কমলা সতর্কতা জারি করা হয়েছে আলাপুজ়া, কোট্টায়াম ও এরনাকুলাম জেলায়। মঙ্গলবারই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarai Bijayan) সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে দায়িত্ব দিয়েছেন উদ্ধারকাজে সাহায্যের জন্য। প্রধানমন্ত্রীর দফতর থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েঠে। রাজ্যের তরফে দুটি Helpline নম্বরও চালু করা হয়েছে। এগুলি হল 9656938689/8086010833।