সস্তায় জমি কেনার চক্করে প্রতারিত হলেন এক ব্যবসায়ী
HnExpress নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা : কথায় আছে, সস্তার তিন অবস্থা। ঠিক সেইভাবেই সস্তায় জমি কিনতে গিয়ে ডাহা প্রতারিত হলেন এক ব্যবসায়ী। প্রতারণার এক সপ্তাহ কাটতে না কাটতেই জালিয়াত গ্যাংকে (Gang) তাকে গ্রেপ্তারও করলো অশোকনগর থানার পুলিশ। উদ্ধার হয়েছে সেই টাকা। এক সপ্তাহ পরেই চার প্রতারককে গ্রেফতার করে চমকে দিল অশোকনগর থানার পুলিশ। চলতি মাসের ৭ তারিখে অশোকনগর থানা এলাকার সুরিয়াতে জমি বিক্রির নামে ডেকে নিয়ে এসে, হালিশহরের বাসিন্দা ব্যবসায়ী অলোক ব্যানার্জির কাছ থেকে পাঁচ লক্ষ টাকা করে ছিনিয়ে নেওয়া হয়। এরপরই প্রতারিত হয়ে অশোকনগর থানায় লিখিত অভিযোগ জানায় তিনি।
সেই ঘটনার তদন্তে নেমে অশোকনগর (Ashoknagar) থানার পুলিশ তদন্ত শুরু করে চার অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মোবাইল সহ প্রতারণার তিন লক্ষ দশ হাজার টাকা। এদিন পুলিশের তরফ থেকে এসডিপিও প্রসেনজিৎ দাস সাংবাদিক সম্মেলন করে জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে এরা নানা ভাবে ঘুরে ফাঁদ পেতে মানুষকে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে এসে প্রতারণা করত। এই গ্যাং এর সদস্যরা কখনো রাস্তার ধারে জমি দেখিয়ে আবার কখনো ২০০০ টাকার নোট বদলে দেওয়া সহ নানা ভাবে নানা ধরনের প্রতারণা করতেন বলে অভিযোগ।
আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ এদের জেলার নানা প্রান্ত থেকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে। দেগঙ্গা থানা এলাকায়ও বেশ কয়েকজনকে ধরা হয়েছে এই অভিযোগে। ফলে জেলায় এ ধরনের একটি প্রতারণা চক্র কাজ করছে বলেই অনুমান পুলিশের। তবে প্রতারণা করা আরও বাকি টাকা সহ এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত সে বিষয়ে খতিয়ে দেখতে অভিযুক্তদের পুলিশি হেফাজত চেয়ে বারাসাত আদালতে (Barasat Court) পাঠানো হয়েছে। পাশাপাশি এমন ঠকবাজদের থেকে সকলকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন হাবরার এসডিপিও প্রসেনজিৎ দাস। পুলিশের এই তৎপরতার ভূমিকায় খুশি ব্যবসায়ী অলোক ব্যানার্জী।