September 9, 2024

অতিষ্ঠ গরমের মাঝেই উতাল ঘূর্ণিঝড় নিয়ে হাওয়া দপ্তরের বড় আপডেট

0
Advertisements

CycloneAlert #IMD আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, অতিষ্ঠ গরমের মাঝেই সাইক্লোন নিয়ে বিরাট আপডেট দিলো আইএমডি—

HnExpress ওয়েদার রিপোর্ট ঃ আয়লা (Ila) এবং আম্ফানের (Amphan) পরে ফের ভয়ানক ঘূর্ণিঝড়ের আশংকায় কাপছে বাংলার মানুষ! প্রত্যেক বারের মতো সেই মে মাসেই আবারও কি আছড়ে পড়তে চলেছে আরও একটি ভয়াবহ ঘূর্ণিঝড়? ওমানের দেওয়া নাম ‘রেমাল’ (Remal), যার অর্থ বালি। এই ঘূর্ণিঝড় বাংলায় মহা তান্ডব চালাতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়ার নয়া আপডেট। আজ সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রক, ডিডিজিএম পূর্বাঞ্চল সোমনাথ দত্ত জানিয়েছেন, রবিবার ও সোমবার বাংলার পশ্চিমের জেলা গুলোতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে।

পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানেও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে এখনও। মালদা এবং দুই দিনাজপুরেও তাপপ্রবাহের কমলা সতর্কতা (Orange Alert) দেওয়া হয়েছে। তবে শুধু কষ্টেই কাটবে না জীবন। এরপরেই প্রকৃতির প্রসন্নতায় স্বস্তির বৃষ্টি আসতে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, ২০শে মে সোমবার বৃষ্টির দাপটে পঞ্চম দফার ভোট বিঘ্নিত হতে পারে। আর দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সেদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে সর্বাধিক ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে হাওয়া দপ্তরের পূর্বাভাস।

১৯শে মে রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে। তবে ওই দিন দক্ষিণের পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি ও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ১৯ তারিখ মালদা ও দুই দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৯ তারিখ উত্তরের ওপরের সব জেলায় ভারী বৃষ্টি এবং ৬০ কিলোমিটার বেগে ঝড় হাওয়ার আশঙ্কা রয়েছে।

২০শে মে মালদা ও উত্তর দিনাজপুর বাদে রাজ্যের সমস্ত জেলাতেই তুমুল বৃষ্টি এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২১ এবং ২২শে মে গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা প্রবল। দার্জিলিং এবং কালিম্পঙে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা থাকচ্ছে। সর্বাধিক ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সেদিন। এরপর ২৩ এবং ২৪ তারিখ রাজ্যের সব জেলায় হালকা বা মৃদু বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (Weather office)।

এদিন হাওয়া অফিস তরফে আরও জানিয়েছে যে, দক্ষিণ আন্দামান সাগরে ২২শে মে একটি নিম্নচাপ বলয় তৈরি হতে পারে। যার গতিপথ প্রথমেই উত্তর পূর্বমুখী। যা মধ্য বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপ তৈরি করবে। ক্রমশ এটির শক্তি আরও বাড়বে। তবে এখনও পর্যন্ত পাওয়া আইএমডির পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে ৬০ থেকে ৭০ শতাংশ। ২২ তারিখের পর আরও পরিস্কার হবে ঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে এবং এর গতিপথ ঠিক কোন দিকে। আর কোথাই বা ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় রেমাল (Remal)।

Advertisements

Leave a Reply