October 11, 2024

জঙ্গিপুর হাসপাতালে আগুনের আতঙ্কে লণ্ডভণ্ড পুরো ফিমেল মেডিসিন ওয়ার্ড

0
Advertisements

HnExpress জিয়াউল হক, জঙ্গিপুর ঃ সকালে জঙ্গিপুর হাসপাতালে নাকি আগুন লাগার ফলে ছড়ায় তীব্র আতঙ্ক, এমনটাই শোরগোল ওঠে প্রথম দিকে। গতকাল দুপুর ১টার সময় জঙ্গপুর মহকুমা হাসপাতালে হটাৎই আগুন লাগার আতঙ্কে লন্ডভন্ড হয়ে যায় পুরো ফিমেল মেডিসিন ওয়ার্ড। ফিমেল মেডিসিন ওয়ার্ডের একটি রুমের পেশেন্টের অক্সিজেনের তিব্রতা বাড়িয়ে দেয় ভুলবশত। তারপরে হটাৎই সেই অক্সিজেনের মুখটা খুলে যায়। আর পাশে থাকা রুগির পরিবারের লোকজন ভাবে যে অক্সিজেন সিলিন্ডারে আগুন লেগেছে।

এই ভেবে আতঙ্কে দৌড়াতে থাকে সবাই। আর তাকে দেখে হাসপাতাল চত্তরের সকলেই বিষয় বস্তুটা না জেনে বা সত্যতা যাচাই না করেই প্রাণের ভয়ে যে যেদিকে পারে পালানোর চেষ্টা করে। তাতে অনেক রুগিও আতঙ্কগ্রস্ত হয়ে আরও বেশি অসুস্থ হয়ে পরে। তবে সেই সময় বুদ্ধিমানের মত কাজ করেন বেশকিছু ব্যাক্তি এবং এই আতঙ্ককে আর ছড়াতে দেয় না।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

আর তাদের মধ্যে অন্যতম save humanity blood group এর সদস্য রাজু সেখ। তার বাড়ি জঙ্গিপুরের ফতেখাঁর জঙ্গল গ্রামে। ডাক্তার বিমান কুমার দাস, হাসপাতালের রক্ষি এজাবুল সেখ, হাসপাতালের ডায়েট সার্ভের সৈলেশ মুখার্জি, এদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। বর্তমানে আবার আগের মতো কাজ করছেন ডাক্তার থেকে নার্স, রুগি ও তার পরিজনেরা এখন নিশ্চিন্তে রয়েছেন।

Advertisements

Leave a Reply