ফের আন্তর্জাতিক যোগাতে জয়ী হয়ে তাক লাগিয়ে দিল ৭ বছরের মানসী হাঁসদা

0

HnExpress ২৫ শে জানুয়ারী, পল মৈত্র, দক্ষিণ দিনাজপুর ঃ আন্তর্জাতিক যোগা কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করে ফের শহরবাসীকে তাক লাগিয়ে দিলো ৭ বছরের মানসী হাঁসদা। বছর ৭—এর এই মানসী বিশ্রাইল সেন্ট ক্লারেন্ট স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে।

বাবার নাম মঙ্গলু হাঁসদা, তিনি একজন পুলিশ কর্মী। সুত্র অনুযায়ী জানা যায় গত ডিসেম্বর মাসের ২৯ ও ৩০ তারিখে নেপাল ইন্টার্নেশনাল ইয়োগা চ্যাম্পিয়নশিপ ২০১৯ -এ অংশগ্রহণ করে মানসী। প্রতিবারের মত সেই under 8 years আন্তর্জাতীক যোগা কম্পিটিশনেও প্রথম স্থান অধিকার করেছে মানসী। ছোটবেলা থেকেই যোগার প্রতি তার এই অনন্য মনোভাবই আজকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছে মানুষীকে।

তবে তার সাফল্যের পেছনে তার শিক্ষক ডক্টর রাম কুমার মন্ডল এর যে অপরিসীম ভূমিকা রয়েছে তা কিন্তু স্বীকার করেছেন মানুষী এবং তার পরিবার। এর আগেও বেশ কিছু বড় বড় জায়গায় যোগা কম্পিটিশনে অংশগ্রহণ করে মানুষী। সেখানেও একই রকম ভাবেই প্রথম হয়েও তাক লাগিয়েছে শহরবাসীকে। তিনি এরকম একটি আন্তর্জাতিক কম্পিটিশনে গিয়েও প্রথম স্থান অধিকার করতে পারবে এটা কিন্তু ভাবনার বাইরে ছিল পরিবারের।

কিন্তু তার অদম্য মনোবল এবং সাহস সবাইকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল যে প্রচেষ্টা এবং মনোবল থাকলে অবশ্যই তার ভালো ফলই পাওয়া যায়, সেই কথাই আরো একবার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল মানুষী। ফলে তার পরিবার, শিক্ষাগুরু তো বটেই, এমনকি জেলা সহ আশেপাশের পাড়া প্রতিবেশীরাও গর্বিত ৭ বছরের স্বর্ণপদক জয়ী মানসীর এই সাফল্যের জন্য।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply