January 23, 2025

পাঁচ বছরের শিশুর উপর যৌন নির্যাতন ৬৮ বছরের বৃদ্ধের, ২০ বছরের কারাদণ্ড

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : পাঁচ বছরের এক শিশুর উপর যৌন নির্যাতনের (Sexual Harassment) অভিযোগ উঠেছে ৬৮ বছরের বৃদ্ধের বিরুদ্ধে। ২০ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে তাকে। মাত্র ৫ মাসের মধ্যে জাস্টিস পেল ভিক্টিম। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী (Bankura, Sonamukhi) থানা এলাকা।

চলতি বছরের ৭ই অগস্ট এই থানায় অভিযোগ আসে এক ষাটোর্ধ বৃদ্ধের বিরুদ্ধে। অভিযোগ, মাত্র ৫ বছরের মেয়েকে চকোলেটের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় তারই প্রতিবেশী দাদু, ৬৮ বছরের শান্তিময় বিশ্বাস। এরপর নারকীয় যৌন নির্যাতন চালায় সেই অসহায় শিশুটির উপর

পরিবারের তরফে যেদিন অভিযোগ দায়ের হয়, ঠিক সেদিনই অভিযুক্তকে গ্রেফতার করেন তদন্তকারী অফিসার সাব-ইনসপেক্টর শ্রীপর্ণা কুণ্ডু (Sreeparna Kundu)। ঝড়ের বেগে তদন্ত চালিয়ে, রাতদিন এক করে সমস্ত তথ্য-প্রমাণ সংগ্রহ করে পকসো আইনের অধীনে তিনি চার্জশিট জমা করেন মাত্র ২১ দিনে। যার ফলে পাবলিক প্রসিকিউটর (PP) গুরুপদ ভট্টাচার্যের তত্ত্বাবধানে বিচারপর্ব শুরু হয়ে যায় গত ২৩শে সেপ্টেম্বর। ঘটনার  ঠিক ৪৭ দিনের মাথায়।

সেই কেসেরই রায় বেরিয়েছে বেশ কয়েকদিন আগে। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাত্র পাঁচ মাসের মধ্যে (ঘটনার ১৩৯ দিনের মাথায়) প্রকাশিত হয় মামলার রায়। যে রায়ে শান্তিময় বিশ্বাসের ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানার সাজা ঘোষণা করেছেন বিষ্ণুপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের মহামান্য বিচারপতি (Chief Justice)। যে অপূরণীয় ক্ষতি সে করেছে, তার কিছুটা হলেও প্রতিকার হবে বলে আশা করছেন তদন্তকারী কর্মকর্তারা।

তথ্যসূত্র ও চিত্র সৌজন্যে ঃ পুলিশ ফাইল।

Advertisements

Leave a Reply