তীব্র তাপপ্রবাহের জেরে প্রাণ হারালেন ভোটকর্মী সহ ১৮ জন
HnExpress ওয়েবডেস্ক নিউজ, বিহার : ১লা জুলাই ২৪ এর লোকসভা নির্বাচনের (Election) সাত তথা অন্তিম দফার ভোট। আর তার আগেই বিহারে তীব্র তাপপ্রবাহের জেরে প্রাণ হারালেন ভোটকর্মী সহ ১৮ জন মানুষ। শুধুমাত্র গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে অতি তীব্র গরমে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রাজ্য সরকারের। রাজ্যের আপৎকালীন বিভাগ জানিয়েছে, গরমে মৃত ১৮ জনের মধ্যে ১১ জনই বিহারের (Bihar) রোহতাস জেলার।
ছ’জন ভোজপুর জেলার, আর একজন বক্সারের। বিহারের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোজপুরে পাঁচজন ভোটকর্মীর মৃত্যু হয়েছে অতিরিক্ত গরমের (Heat wave) জেরে। রোহতাসে গরমে মৃত ১১ জনের মধ্যে তিনজনই ভোটকর্মী ছিলেন। তাঁদের মধ্যে দু’জন ভোজপুর এবং একজন বক্সারে ভোটের কাজে গিয়েছিলেন। রোহতাস জেলা দু’টি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেগুলি হল সাসারাম এবং কারাকাট।
ভোজপুর জেলা পড়ে বিহারের আরাহ্ লোকসভা কেন্দ্রের মধ্যে। বক্সার একটি লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রগুলিতে ভোট রয়েছে শনিবার, সপ্তম তথা শেষ দফা। ওই দিন বিহারের মোট আটটি লোকসভা কেন্দ্রে ভোট। কায়মুর ও অওরঙ্গাবাদে একজন করে ভোটকর্মীর মৃত্যু হয়েছে একই ভাবে। যদিও মৃত ভোটকর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।
গত কয়েক দিন ধরে বিহারের বহু জায়গায় তাপপ্রবাহের (Heat Wave) পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার বেশ কিছু জায়গায় দিনের তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল বক্সারে। সেখানে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৭.১ ডিগ্রি সেলসিয়াস।