September 12, 2024

দোষী ওসিকে ধরতে ৭২ ঘন্টার ‘আল্টিমেটাম’ ডক্টরস ফোরামের উদ্যোগ

0
Advertisements

HnExpress শুভব্রত মুখার্জি, কলকাতা : সম্প্রতি দোষী ওসিকে ধরতে ৭২ ঘন্টার ‘আল্টিমেটাম’ ডক্টরস ফোরামের হাসপাতালে কর্তব্যরত এক ডাক্তারকে চড় মারার অভিযোগ ওঠে যাদবপুর থানার কর্তব‍্যরত ওসির বিরুদ্ধে৷ অভিযুক্ত ওসি পুলক কুমার দত্তের বিরুদ্ধে ডিসি সাউথ মিরাজ খালিদের কাছে লিখিত অভিযোগ করা করেন চিকিৎসক শ্রীনিবাস এবং চিকিৎসক সংগঠনের এক প্রতিনিধি দল৷

এই উদ‍্যেশ‍্যেই ৩১শে অগাষ্ট ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের অফিসে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস সংগঠন সাংবাদিক সম্মেলন করে পুলিশের হাতে এক ডাক্তার এর নিগ্রহের তীব্র প্রতিবাদ জানানো হল। সম্মেলনে উপস্থিত ডাক্তার কৌশিক চাকি জানান “পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি, অবশেষে ঘটনার প্রায় ২৪ ঘন্টা পর অভিযোগ নেয়৷ অভিযুক্ত ওসির বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নেয় তার জন্য ৭২ ঘন্টা আমরা দেখব৷ উপযুক্ত ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব৷ চিকিৎসক নিগ্রহের ঘটনায় অভিযুক্তদের আইন অনুযায়ী ১০ বছর জেল হওয়া উচিত। বিগত দেড় বছরে রাজ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের ১৫০ টি ঘটনা ঘটেছে৷ অনেক ক্ষেত্রে অভিযোগ হয়েছে৷ অনেক ক্ষেত্রে হয়নি। ওসি পুলক কুমার দত্তের দাবি, হাসপাতালের অভিযোগকারী ভদ্রলোক আমাকে বলেন, আপ হসপিটাল সে নিকল যাইয়ে। এই কথা শুনে আমি আর মেজাজ ঠিক রাখতে পারিনি। ভদ্রলোককে চড় মারার প্রশ্নই ওঠে না।”

Advertisements

Leave a Reply