আম ডাঙ্গা থানার উদ্যোগে পালিত হল দেশের ৭২তম স্বাধীনতা দিবস উদযাপন
HnExpress মো: মনিরুজ্জামান, আম ডাঙ্গা : প্রতি বছরের ন্যায় এ বছরও আম ডাঙ্গা থানার উদ্যোগে উদযাপিত করা হলো ভারতবর্ষের ৭২তম স্বাধীনতা দিবস। আজ সকল ৯ ঘটিকায় সংবিধানের নিয়ম অনুসারে দেশের বিপ্লবী শহীদ হওয়া আত্মবলিদান যোদ্ধাদের স্মরণ ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে পতাকা উত্তোলন করলেন আম ডাঙার I.C তপন কুমার বসাককে। ফুলের মাল্য দিয়ে স্বশ্রদ্ধা জানানো হয় স্বাধীনতা সংগ্রামী নেতা ও বীরযোদ্ধা নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিচ্ছবিতে।
আজকের এই শুভক্ষণে উপস্থিত ছিলেন S.I ফেরদৌস হালদার, সুবীর হালদার, একাধিক সিভিক ভলেন্টিযার ও থানার বিভিন্ন পর্যায়ের সংবেদনশীল কর্তারা, তবে পতাকা উত্তোলনের আগে বিপ্লবী অনভিনন্দন প্রশিক্ষণ ও রুট মার্চ প্রশিক্ষণ দেওয়া হয়।
পতাকা উত্তোলনের পরেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।