৫০০০০ ভোট যুদ্ধের ১৫টি সীটের মধ্যে ১০টি সীট নিয়ে এখনো এগিয়ে কে?

HnExpress ভোট গণনার খবরাখবর, নিজস্ব প্রতিনিধি ঃ এখনো অব্দি পাওয়া সুত্রের খবরে, ৫০০০০ ভোটের মধ্যে লড়াই হচ্ছে এমন সীটের ফলাফল ঃ—
১. আরামবাগে অপরূপা পোদ্দার, তৃনমূল ২২৪১০ ভোটে এগিয়ে।
২. বালুরঘাটে সুকান্ত মজুমদার, বিজেপি ১৯৩৪ ভোটে এগিয়ে।
৩. ব্যারাকপুরে অর্জুন সিং, বিজেপি ৫২২১ ভোটে এগিয়ে।
৪. দুর্গাপুর বর্দ্ধমানে এস এস আলুলালিয়া, বিজেপি ২৮৮৪০ ভোটে এগিয়ে।
৫. বীরভূমে তৃনমূলের শতাব্দী রায় ৩০৯১৩ ভোটে এগিয়ে।
৬. বিষ্ণুপুর বিজেপির সৌমিত্র খাঁ ৪৭১৪০ ভোটে এগিয়ে।
৭. কোচবিহার বিজেপির নিশীথ প্রামানিক ৫০৯২৮ ভোটে এগিয়ে।
৮. দমদমে তৃনমূলের সৌগত রায় ৩৫৫৯৬ ভোটে এগিয়ে।
৯. ঘাটালে তৃনমূলের দেব ৩৯৮৯৫ ভোটে এগিয়ে।
১০. হাওড়াতে তৃনমূলের প্রসুন ব্যানার্জী ৪৭৫৬৭ ভোটে এগিয়ে।
১১. ঝাড়গ্রামে বিজেপির কুনার হেমব্রম ৪৪৩১৬ ভোটে এগিয়ে।
১২. মালদা দক্ষিণে বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী ১৭২৫০ ভোটে এগিয়ে।
১৩. মালদা উত্তরে বিজেপির খগেন মূর্মু ১০০২০ ভোটে এগিয়ে।
১৪. মেদিনীপুরে বিজেপির দিলীপ ঘোষ- ৩০১৫৬ ভোটে এগিয়ে।
১৫. রায়গঞ্জে বিজেপির দেবশ্রী চৌধুরী ১৫৯৭৭ ভোটে এগিয়ে।
এখনো অব্দি পাওয়া সুত্র অনুযায়ী এই ১৫ টি সিটের মধ্যে বিজেপি এগিয়ে ১০ টিতে।